পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাদ্যসামগ্রীর আড়ালে 25 হাজার বোতল ফেনসিডিল পাচারের চেষ্টা, গ্রেপ্তার 2 - মালদা থেকে ফেনসিডিল উদ্ধার

গোপন সূত্রে খবর পাওয়া যায়, একটি ট্রাকে করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাচার হতে পারে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল । ট্রাকটিকে আটক করতে অভিযানে নামে NCB-র কলকাতা জ়োনাল ইউনিট । গতরাত থেকে মালদার বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে অপেক্ষা করেন গোয়েন্দারা । মধ্যরাতে গাজোল মোড়ের কাছে একটি সন্দেহজনক ট্রাক আটক করা হয় ।

গ্রেপ্তার দুই অভিযুক্ত

By

Published : Nov 5, 2019, 3:10 PM IST

Updated : Nov 5, 2019, 3:53 PM IST

কলকাতা, 5 নভেম্বর : 25 হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করল নারকোটিক কন্ট্রোল বিউরো (NCB)। গোপন সূত্রে খবর পেয়ে এই তল্লাশি অভিযান চালানো হয় । হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ট্রাকচালক ও খালাসিকে । আটক করা হয়েছে আরও একজনকে । ঘটনায় আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে বলে মনে করছে নারকোটিক কন্ট্রোল বিউরোর তদন্তকারীরা । তদন্ত শুরু করেছে নারকোটিক কন্ট্রোল বিউরোর কলকাতা জোনাল ইউনিটের আধিকারিকরা ।

গোপন সূত্রে খবর পাওয়া যায়, একটি ট্রাকে করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাচার হতে পারে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল । ট্রাকটিকে আটক করতে অভিযানে নামে NCB-র কলকাতা জ়োনাল ইউনিট । গতরাত থেকে মালদার বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে অপেক্ষা করেন গোয়েন্দারা । মধ্যরাতে গাজোল মোড়ের কাছে একটি সন্দেহজনক ট্রাক আটক করা হয় । তল্লাশি চালিয়ে দেখা যায় জ্যাম, টমেটো সস, কনফ্লেক্সের মতো একাধিক খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল । তার আড়ালেই লুকিয়ে রাখা ছিল 250 প্যাকেট ফেনসিডিল । যার প্রতিটিতে রাখা ছিল 100টি করে ফেনসিডিলের বোতল । মোট 25 হাজার বোতল ফেনসিডিল আটক করেন আধিকারিকরা ।

ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয় ট্রাকচালক পঙ্কজ মিশ্র ও খালাসি কমলেশ মাঝিকে । দুজনেই উত্তর প্রদেশের বাসিন্দা । তাদের জেরা করে, আটক করা হয় সোমু সরকার নামে আরও এক যুবককে । সোমুর ওই ফেনসিডিল ডেলিভারি নেওয়ার কথা ছিল । তাকে জেরা করে চক্রের মূল পান্ডার সন্ধান পেতে চাইছে NCB ।

Last Updated : Nov 5, 2019, 3:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details