পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারদ মামলায় কণ্ঠ নমুনা দিতে হবে, ইকবালকে নির্দেশ হাইকোর্টের - Record Voice Sample Before CBI

কণ্ঠ নমুনার জন্য ডাকার পরই ইকবাল আহমেদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যাতে CBI তাঁকে না ডাকে । সেই আবেদনই আজ খারিজ করে দিল হাইকোর্ট ।

ছবি

By

Published : Sep 14, 2019, 4:04 AM IST

Updated : Sep 14, 2019, 6:31 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: ইকবাল আহমেদের আবেদন খারিজ করল হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচির নির্দেশ, কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তাঁকে ৷ কারণ, তদন্তে বাধা চায় না আদালত । এটা তদন্তের একটা অংশ, জানিয়েছে আদালত । একই সঙ্গে আদালত বলেছে, CBI এমন কিছু করবে না যাতে তাঁর শারীরিক অবস্থা খারাপ হয় ।

প্রসঙ্গত, CBI-এর কণ্ঠ নমুনার জন্য ডাকার পরই ইকবাল আহমেদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যাতে CBI তাঁকে না ডাকে । সেই আবেদনই আজ খারিজ করে দিল হাইকোর্ট ।

আজ মামলাটির শুনানিতে ইকবাল আহমেদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "আমার মক্কেল খুবই অসুস্থ । তাঁর অবস্থার আরও অবনতি হতে পারে ।" অন্যদিকে CBI-এর আইনজীবী অমাজিৎ দে জানান, "তদন্তেরই একটা অংশ হিসেবে এই কণ্ঠ নমুনা নেওয়া হচ্ছে ।"

Last Updated : Sep 14, 2019, 6:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details