কলকাতা, 16 অগস্ট:13 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল নারদ মামলার (Narada Case) শুনানি ৷ সলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলায় ব্যস্ত থাকায় দুই সপ্তাহের জন্য মামলার শুনানি স্থগিত রাখার জন্য হাইকোর্টের (Calcutta High Court) 5 বিচারপতির বেঞ্চে আর্জি জানায় সিবিআই (CBI)। যদিও তৃণমূল নেতা-নেত্রীদের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সলিসিটর জেনারেলের কাজ অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও তো করতে পারেন ! কিন্তু শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সিবিআইয়ের আর্জিতেই সম্মতি জানায় । আদালত জানায় আগামী 13 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে ।
নারদ মামলা রাজ্য থেকে সরাতে চেয়ে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ তার উপর শুনানি চলছে বিগত মাস তিনেক ধরে । নারদ মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করে সিবিআই মামলায় যুক্ত করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আইনমন্ত্রী মলয় ঘটক ও রাজ্য সরকারকে । মামলার শুনানিতে তিন পক্ষ হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানতে চাইলেও দেরি করায় তা গ্রহণ করেনি হাইকোর্ট । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হলফনামা গ্রহণ করে আদালত ।
আরও পড়ুন:Khela Hobe Dibas : আজ বাংলা, ত্রিপুরা সহ 15টি রাজ্যে 'খেলা হবে'