কলকাতা, 3 মার্চ: রাজ ভবনের দায়িত্ব থেকে অপসারিত হওয়ার পরও রাজ্য় সরকারের নেক নজরেই রয়েছেন আইএএস নন্দিনী চক্রবর্তী ৷ তার প্রমাণ পাওয়া গেল শুক্রবার ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তরফে পর্যটনে সামগ্রিক প্রসারের দায়িত্ব দিয়ে তাঁকে জার্মানি পাঠাচ্ছে সরকার (Nandini Chakraborty Germany Visit) ! আসন্ন এই সফরে জার্মানিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের পর্যটন সম্ভাবনার বিভিন্ন দিক বিশ্বের সামনে তুলে ধরবেন তিনি ৷ তবে, এই সফরে নন্দিনী একা নন ৷ পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসাবে মোট চারজনের একটি দল বার্লিন যাচ্ছে ৷ এই দলে যেমন নন্দিনী চক্রবর্তী রয়েছেন, তেমনই রয়েছেন মুখ্যমন্ত্রীর সুনজরে থাকা অপর এক আমলা, পিবি সেলিম ৷
প্রসঙ্গত, আগামী 7 থেকে 9 মার্চ বার্লিনে বসতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন মেলা ৷ এই পর্যটন মেলায় যোগ দিচ্ছে আমাদের রাজ্যও ৷ বিশ্ববাসীর সামনে বাংলার পর্যটনের চালচিত্র তুলে ধরার জন্য বেছে নেওয়া হয়েছে রাজ্যের বর্তমান পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তীকে ৷ উল্লেখ্য, এই প্রথম এই ধরনের কোনও আন্তর্জাতিক মেলায় সরাসরি অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গ ৷
আইটিবি বার্লিন নামে প্রত্যেক বছর বার্লিনে একটি মেলা বসে ৷ এটি আদতে বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন ও বাণিজ্য মেলা ৷ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতি ও বিনিয়োগকারীরা এই মেলায় যোগ দেন ৷ সেখানেই এবার প্রতিনিধিত্ব করছে ভারতের এই অঙ্গরাজ্য ৷ পর্যটন ও বাণিজ্য়ের হাত ধরে বাংলায় বিদেশি বিনিয়োগ টানতেই এই উদ্যোগ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷