কলকাতা, 15 মার্চ:রাজ্যপাল তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন । তাঁকে অপছন্দের কারণেই শেষ পর্যন্ত নন্দিনী চক্রবর্তীকে সরে যেতে হয়েছিল রাজভবনের প্রধান সচিব পদ থেকে (Nandini Overcomes Raj Bhaban Snub)। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা যে তাঁর উপর অটুট, তা আরও একবার প্রমাণ হল । বার্লিনে পর্যটন দফতরকে ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড অ্যাভিয়েশন লিডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বাংলাকে সংস্কৃতির সেরা গন্তব্য (Best Destination for Culture) পুরস্কার দেওয়া হয় । এই পুরস্কার আনতে পর্যটন দফতরের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নন্দিনী চক্রবর্তী ।
রাজভবন থেকে অপসারণের পর তাঁকে পর্যটন দফতরের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Latest news)। বুধবার নবান্ন সভাঘরে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ডের বৈঠকে নন্দিনী চক্রবর্তী সেই পুরস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন । ফলে আবার একই ফ্রেমে দেখা গেল মুখ্যমন্ত্রী এবং এই সরকারি আমলাকে । রাজভবনের থেকে অপসারণের পর গত কয়েকদিন সে ভাবে সংবাদ শিরোনামে আসেননি নন্দিনী । আরও একবার তাঁকে প্রকাশ্যে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত, এ দিন বৈঠকের মাঝেই রাজ্যের এই পুরস্কার প্রাপ্তির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তখন এই আমলা বলেন, তিনি এই পুরস্কারটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চান । মুখ্যমন্ত্রী তাঁকে অনুমতি দেন । তিনি সোজা স্মারকটি নিয়ে চলে যান মুখ্যমন্ত্রীর কাছে এবং তুলে দেন তাঁর হাতে ।