পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সারদা চার্জশিটে নাম বেরোবে মুকুলের, এক্সক্লুসিভ অরুণাভ ঘোষ

রাজনৈতিকমহলে গুঞ্জন শুরু হয়েছে, মুকুল রায়ের সঙ্গে দূরত্ব বাড়ছে BJP-র ৷ খানিকটা একই মত পোষণ করছেন কংগ্রেস নেতা ও আইনজীবী অরুণাভ ঘোষ ৷ ETV ভারতের ডেপুটি এডিটর পার্থপ্রতিম ঘোষ রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একাধিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন ৷

Arunabha ghosh
অরুণাভ ঘোষ

By

Published : Jul 26, 2020, 10:53 PM IST

Updated : Jul 26, 2020, 11:15 PM IST

কলকাতা, 26 জুলাই : 2021-এর বিধানসভার রণকৌশল ঠিক করতে দিল্লিতে রাজ্য নেতৃত্বের বৈঠক করছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ তবে, সেই বৈঠকে একদিন উপস্থিত থেকেই কলকাতায় ফিরে আসেন মুকুল রায় ৷ তিনি জানান, চোখের চিকিৎসার জন্য কলকাতায় ফিরে আসতে হয়েছে ৷ কিন্তু রাজনৈতিকমহলে গুঞ্জন শুরু হয়েছে, মুকুল রায়ের সঙ্গে দূরত্ব বাড়ছে BJP-র ৷ খানিকটা একই মত পোষণ করছেন কংগ্রেস নেতা ও আইনজীবী অরুণাভ ঘোষও ৷ তবে, তাঁর এই মত পোষণের কারণ অন্য ৷ তিনি জানান, সারদা চার্জশিটে মুকুল রায়ের নাম বের হবে ৷ তাই, এখন থেকেই দূরত্ব তৈরি করছে BJP ৷

ETV ভারতের ডেপুটি এডিটর পার্থপ্রতিম ঘোষ রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দিলীপ ঘোষের সমালোচনা করেন অরুণাভ ঘোষ ৷ বলেন, "তৃণমূল থেকে যাঁরা BJP-তে গেছেন তাঁদের কাউকেই কাজ করতে দিচ্ছেন না দিলীপ ঘোষ ৷ আর মুকুলের তো সারদা চার্জশিটে নাম বের হবে ৷ তাই আগেই থেকেই বিদায় করতে চাইছে ৷" অরুণাভ ঘোষের মতে, এই বিষয়ে মুকুলের কথা বলার কোনও মুখ নেই ৷ কারণ তৃণমূলের যত বাজে কাজ তো মুকুলও করেছেন ৷ তাঁর প্রশ্ন, "রাতারাতি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাবেন ?"

ETV ভারতের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অরুণাভ ঘোষ

দিলীপ ঘোষকে কটাক্ষ করে রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন অরুণাভ ঘোষ ৷ বলেন, "লোকটা মজার লোক ৷ এরকম মজা তো আমরা পেতাম না ৷ রবি ঘোষ, ভানু, জহর চলে যাওয়ার পর এরকম মজার বিবৃতি কিন্তু পাই না ৷ আমরা তাঁর বক্তৃতায় মজা পাই ৷ "

Last Updated : Jul 26, 2020, 11:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details