পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nabanna's Notice on Strike: শুক্রবার ডিএ নিয়ে ধর্মঘটের জেরে ছুটি নিলেই শাস্তির হুঁশিয়ারি নবান্নের - সংগ্রামী যৌথ মঞ্চ

শুক্রবার ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন (Strike on DA Issue) ৷ কিন্তু ওই দিন অফিসে না এলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার ৷

Nabanna's Notice on Strike
Nabanna's Notice on Strike

By

Published : Mar 9, 2023, 7:40 PM IST

Updated : Mar 9, 2023, 11:10 PM IST

কলকাতা, 9 মার্চ: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন । বৃহস্পতিবার দুপুরেই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে তাদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । অবশেষে বিকেলের দিকে ধর্মঘট নিয়ে কড়া অবস্থান জানিয়ে বিজ্ঞপ্তি দিল রাজ্য প্রশাসন (Nabnna Issues Notification against Strike) ।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আগামিকাল ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ (Protest on DA Issue) । এর আওতা থেকে জরুরি পরিষেবাগুলিকে বাদ দেওয়া হয়েছে । তবে সরকারি বিভিন্ন দফতর থেকে শিক্ষা প্রতিষ্ঠান থাকছে কর্মবিরতির আওতার মধ্যেই । এইসব জায়গায় কাজ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

এই অবস্থায় নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আগামিকাল সরকারি কর্মচারীদের দফতরে হাজিরা বাধ্যতামূলক । এরপরেও যদি কোনও সরকারি কর্মচারি আগামিকাল অনুপস্থিত থাকেন, তাহলে তাঁর একদিনের বেতন কাটা যাবে ৷ করা হবে সকল শোকজও । ওই কর্মচারী শাস্তিমুখেও পড়তে পারেন । ছেদ পড়বে কর্মজীবনের একটি দিন । একই সঙ্গে পড়তে হবে বিভাগীয় তদন্তের মুখেও । যাবতীয় তদন্ত আগামী 24 মার্চের মধ্যে শেষ করা হবে বলে জানা যাচ্ছে ।

এ দিন রাজ্যের অর্থ দফতর যে নির্দেশিকা জারি করেছে, তাতে বলা হয়েছে যে প্রথম দ্বিতীয় অর্ধ, কোনও অর্ধেই কোনও ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না । যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদেরও আগামিকাল কাজে যোগ দিতে হবে । সকলকে আগামিকাল ১১ টার মধ্যে কাজে যোগ দিতে হবে ।

কোনও সন্দেহ নেই এদিনের বৈকালিক নির্দেশিকা শহিদ মিনারের পাদদেশে আন্দোলনরত সরকারি কর্মচারীদের জন্য কড়া বার্তা । এই অবস্থায় সরকারি কর্মচারীরা কি শুক্রবার দিনটাকে একটা ছুটির দিন হিসাবে বেছে নেন, নাকি ধর্মঘট পালন করেন সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে সমর্থনের ঘোষণা শুভেন্দুর

Last Updated : Mar 9, 2023, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details