পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nabanna on Hill Development: ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় পাহাড়ের উন্নয়নে দ্রুত অর্থ মঞ্জুর করতে চায় নবান্ন - পঞ্চায়েত দফতর

Three-tier Panchayat in Hill After 23 years: 23 বছর পর ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় জনপ্রতিনিধি পেয়েছে পাহাড়ের মানুষজন ৷ তাই পাহাড়ের গ্রামীণ এলাকায় উন্নয়নে দ্রুত অর্থ মঞ্জুর করতে চাইছে রাজ্য সরকার ৷

Nabanna on Hill Development ETV BHARAT
Nabanna on Hill Development

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 2:22 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: 2001 সালের পর 2023, দু’দশকের বেশি সময় পরে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে ৷ এই দীর্ঘ সময় পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েতের উন্নয়ন কিছুটা হলেও থমকে ছিল ৷ এই অবস্থায় গ্রামীণ পাহাড়ের জন্য সুখবর ৷ পঞ্চদশ অর্থ কমিশনের হাত ধরে উন্নয়নের জন্য পাহাড়ের মানুষ পেতে চলেছে 250 কোটি টাকা ৷ এই অর্থ 112 টি পঞ্চায়েত এবং সাতটি পঞ্চায়েত সমিতিতে খরচ করা যাবে ৷

জিটিএ এলাকা পর্যালোচনা করলে দার্জিলিঙে পঞ্চায়েত রয়েছে 70টি এবং কালিম্পঙে 42টি ৷ আর পঞ্চায়েত সমিতি ধরলে দার্জিলিঙে 5টি ও কালিম্পঙে চারটি ৷ পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় পঞ্চায়েত নির্বাচনের পর উন্নয়নে গতি আনতে চাইছে প্রশাসন ৷ দু’দশক পর আবার পাহাড়ের মানুষ জনপ্রতিনিধি পেয়েছে ৷ এই জনপ্রতিনিধিরা এবার পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন ৷

গ্রামীণ পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় গত 8 জুলাই পঞ্চায়েত ভোটের পর বোর্ড গঠন প্রক্রিয়াও শেষ ৷ রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে উন্নয়নের বাইরে থাকা পাহাড়ের জন্য অর্থ বরাদ্দ করার কথা বলা হয়েছিল ৷ গত 1 সেপ্টেম্বর রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন এ নিয়ে চিঠি দিয়েছিলেন ৷ সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব মমতা বর্মাকে দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চলের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অনুমোদনের অনুরোধ করেছিলেন তিনি ৷

সেই চিঠিতে বলা হয়েছিল, ‘‘পশ্চিমবঙ্গের 3 হাজার 229টি গ্রাম পঞ্চায়েত এবং 334 টি পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ পেয়েছে ৷ কিন্তু, দু’দশকের বেশি সময় পঞ্চায়েত ভোট না হওয়ার কারণে এতদিন দার্জিলিং ও কালিম্পিঙের উন্নয়নের কাজ থমকে ছিল ৷ তাই পাহাড়বাসীর জন্য এবার উন্নয়নের বরাদ্দ অর্থ ছাড়া হোক ৷’’ যতদূর জানা গিয়েছে, কেন্দ্রের তরফে পাহাড়ের এই অর্থ ছাড়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:পাহাড় সফর আরও সহজ, পুজোর আগেই হোম স্টে-র অ্যাপ আনছে জিটিএ

এক্ষেত্রে রাজ্য অনুরোধ করেছে, পাহাড়ে স্বশাসিত সংস্থা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ৷ ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এই জিটিএ গঠিত হয়েছে ৷ তাই উন্নয়নের অর্থের 15 শতাংশ দেওয়া হোক গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে ৷ বাকি অর্থ দার্জিলিং এবং কালিম্পঙে থাকা 9 টি পঞ্চায়েত সমিতির মাধ্যমে খরচ করা হোক ৷

সূত্রের খবর, পাহাড়ের উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্য অর্থ কমিশন থেকেও টাকা বরাদ্দ হতে পারে পাহাড়ের পঞ্চায়েতগুলির জন্য ৷ পঞ্চায়েত দফতরের এক আধিকারিকের কথায়, রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ৷ এ নিয়ে আগামী 8 ও 9 সেপ্টেম্বর পাহাড়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ৷ এই বৈঠকের পরেই দার্জিলিং ও কালিম্পঙের পঞ্চায়েতগুলির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর ৷

ABOUT THE AUTHOR

...view details