পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue: ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের, পুলিশকেও নামতে নির্দেশ

Measures to Contain Dengue: ডেঙ্গি নিয়ে সোমবার নবান্নে একাধিক বৈঠক করেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী ৷ বৈঠকেই তিনি জেলাগুলিকে পাঁচ দফা নির্দেশ দেন ৷ ডেঙ্গি সংক্রান্ত নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকেও নামতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য, পৌর পরিষেবা ও সাফাই কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছে নবান্ন ৷

Dengue
Dengue

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 5:23 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: নবান্নে ডেঙ্গি নিয়ে বৈঠকে জেলাগুলিকে পাঁচ দফা নির্দেশ দিলেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী । ডেঙ্গি নিয়ন্ত্রণে সতর্কতা অবলম্বন, নিকাশি ব্যবস্থা উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ নির্দেশ সঠিকভাবে পালন করা না হলে পুলিশকে ময়দানে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ আর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ও পৌর পরিষেবা ও সাফাই কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে ৷

একই সঙ্গে স্বাস্থ্য দফতরের তরফ থেকে এ দিনই প্রত্যেক জেলাকে ডেঙ্গি নিয়ে একটি এসওপি পাঠিয়ে দেওয়া হবে বলে খবর । এ দিনের জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্য প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক পৌরসভাগুলিকে ডেঙ্গি নিয়ে বাড়তি সতর্ক হতে হবে । প্রয়োজনে পৌরসভার যে সমস্ত ওয়ার্ডগুলি ডেঙ্গিপ্রবণ, সেই ওয়ার্ডগুলির কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে হবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ।

এবার পৌর এলাকার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিতেও ডেঙ্গির বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে । এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের হিসাবে যে হটস্পটের সংখ্যা, তা রাজ্যে 50 পার করেছে বলে ইতিমধ্যেই এমনটাই নবান্ন সূত্রে খবর । তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই হটস্পটগুলির মধ্যে যেমন পৌর এলাকা রয়েছে, একইভাবে রয়েছে পঞ্চায়েত এলাকাও । পঞ্চায়েতের এই হটস্পটগুলির কথা মাথায় রেখে গ্রামেগঞ্জে হাটগুলির নিকাশি ব্যবস্থা আরও উন্নত করার উপর জোর দিয়েছেন মুখ্যসচিব ।

একই সঙ্গে এই হাট বা গঞ্জগুলি যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, জল জমে যাতে সেগুলি মশার আঁতুরঘরে পরিণত না হতে পারে, তা দেখার জন্য নিয়মিত সাফাই কর্মীদের দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি । এক্ষেত্রে এই ধরনের এলাকাগুলিকে বারবার পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে ।

এদিন মুখ্যসচিব জেলাশাসকদের স্পষ্টত কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন । সূত্রের খবর, তিনি বলেন, ‘‘আপনারা তৎপর হোন, বাজারে বাজারে ঘুরুন, জমা জল দেখলেই তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন । কোথাও সরকারি উদ্যোগের পর ব্যবস্থা না হলে কড়া ব্যবস্থা নিন ।’’

তবে এ দিনের এই বৈঠকে শুধু প্রশাসন নয়, একই সঙ্গে পুলিশকেও জুড়ে দেওয়া হয়েছে । এ দিন নবান্নের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ডেঙ্গি প্রতিরোধে এবার পুলিশকে ময়দানে নামতে হবে । এক্ষেত্রে কলকাতা-সহ বিভিন্ন কমিশনারেটের পুলিশ যেমন নামবে, একইভাবে নামবে রাজ্য পুলিশও । এ দিন নবান্নের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারিস্তরে প্রচারের পরেও যদি কোথাও সচেতনতার অভাব লক্ষ্য করা যায়, কোথাও সরকারি নির্দেশিকা অবমাননার প্রবণতা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে ।

এ দিন এই বৈঠক থেকেই ডেঙ্গির হটস্পটগুলিতে 24 ঘণ্টা স্বাস্থ্য পরিষেবার চালু রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব । একই সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য এবং পৌর পরিষেবার তথা সাফাইয়ের সঙ্গে যুক্ত কর্মীদের সমস্ত ছুটি বাতিল করল নবান্ন ।

এ দিন এই বৈঠকে বিভিন্ন জেলা হাসপাতালের রেফার রোগ নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যসচিব । জানা গিয়েছে, এই বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশকরে বলেছেন যে ডেঙ্গি আঁচ করতে পারলেই বিভিন্ন জেলা হাসপাতাল তাদের রোগীদের কলকাতাতে রেফার করছে । এক্ষেত্রে যাতায়াত ও নতুন হাসপাতালে এসে আবার নতুন করে সমস্ত পরীক্ষা করে চিকিৎসা শুরু করতে অনেকটা সময় চলে যাচ্ছে । এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরকে জেলা হাসপাতালগুলির সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ।

আরও পড়ুন:উৎসবের মরশুমের আগে ডেঙ্গি মোকাবিলায় বৈঠকে মুখ্যসচিব

ABOUT THE AUTHOR

...view details