কলকাতা, 21 সেপ্টেম্বর: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে আর মাসখানেক ৷ শহর কলকাতা থেকে জেলা, পাড়ার মোড়ে মোড়ে অস্থায়ী বাজির বসবে দিনকয়েক পর থেকেই ৷ নবান্ন সূত্রে খবর, সরকারের পক্ষ থেকে ছোট-বড় অস্থায়ী বাজি ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া খুব দ্রুতই শুরু করা হবে ৷ বুধবার নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে এ বিষয়ে প্রতিটি জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে এবার শুধুমাত্র সবুজ বাজি বিক্রির জন্যই লাইসেন্স দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার ৷ কোনওভাবে শব্দ বাজির ব্যবহার যাতে না-হয়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের ৷
নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, 2008 সালের এক্সপ্লোসিভ আইন অনুযায়ী 84 নম্বর ধারা মেনে অস্থায়ী বাজি বিক্রির লাইসেন্স দেওয়া হবে ৷ সর্বোচ্চ 100 কেজি সবুজ বাজির সঙ্গে 500 কেজি ফুলঝুরি বিক্রির অনুমতি দেওয়া হবে ৷ প্রতিটি জেলার জেলাশাসকের কাছে বা দফতরে অস্থায়ী বাজি বিক্রেতারা আবেদন করতে পারবেন ৷
এরপর জেলাশাসকরা সেই সব আবেদন খতিয়ে দেখে অনুমতি দেবেন ৷ এতে 30 দিনের জন্য বাজি বিক্রির লাইসেন্স প্রদান করবে সরকার ৷ ঠিক তেমনই বাজির দোকান বসার ক্ষেত্রে একটা দোকান থেকে অন্য দোকানের দূরত্ব কমপক্ষে 3 মিটার থাকা বাধ্যতামূলক ৷ অন্যদিকে বাজি দোকানের 50 মিটারের মধ্যে কোনও প্রটেক্টেড ওয়ার্ক থাকা চলবে না ৷