পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 19, 2020, 5:07 PM IST

ETV Bharat / state

কোরোনা : রাজ্যজুড়ে নজরদারি চালাতে 12 জন নোডাল অফিসার নিয়োগ

প্রতিটি জেলা প্রশাসনকে সাহায্য করতে 12 জন নোডাল অফিসার নিয়োগ করা হল ৷

নবান্ন
নবান্ন

কলকাতা, 19 এপ্রিল : কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার । কয়েকটি এলাকায় সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই এবার রাজ্যজুড়ে নজরদারি চালাতে 12 জন নোডাল অফিসার নিয়োগ করা হল ৷

রাজ্যের এক ও একাধিক জেলার দায়িত্ব থাকবে প্রত্যেক নোডাল অফিসারের উপর ৷ কোন জেলার দায়িত্বে কারা থাকছেন, ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে নবান্ন ৷ এমনকী দায়িত্বপ্রাপ্ত জেলাগুলি পরিদর্শনের জন্য নোডাল অফিসারদের নির্দেশও দেওয়া হয়েছে৷ অতি স্পর্শকাতর জেলাগুলিকে রেড, অরেঞ্জ ও গ্রিন- এই তিনটি জ়োনে ভাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই এলাকাগুলির মধ্যে হাওড়া ও উত্তর 24 পরগনা নিয়ে বেশি উদ্বিগ্ন তিনি ৷ 14 দিনের মধ্যে হাওড়াকে গ্রিন জ়োনে আনার নির্দেশও দিয়েছেন ৷ এছাড়া উত্তর 24 পরগনাকে শীঘ্রই রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে আনতে হবে বলেও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷

একাধিক জেলায় লকডাউন অমান্য করা হচ্ছে বলে বারবার অভিযোগ আসছে ৷ তাই এবার জেলাগুলিতে নজরদারি চালাতে নিয়োগ করা হল 12জন নোডাল অফিসার ৷ এই 12 জন জেলাগুলিতে সার্বিক নজরদারি চালাবেন ৷ কোরোনা মোকাবিলায় প্রশাসনকে মূলত সাহায্য করাই হবে তাঁদের কাজ ৷ লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে কি না, বাজারে ভিড় হচ্ছে কি না, এলাকায় কোরোনা সংক্রমণ কতটা ছড়িয়েছে- প্রতিটি বিষয়েই নজরদারি চালাবেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details