কলকাতা, 18 অক্টোবর:পুজো মানেই নবান্নের লম্বা ছুটি । কিন্তু প্রশাসনের নয় । আর তাই ছুটির মরশুম শুরু হওয়ার আগে 158 জন আমলা ও আধিকারিককে বদলি করল নবান্ন । মঙ্গলবারই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল পুজো উদ্বোধনের শেষ দিন। তারপরেই রাজ্যের 121 জন ডব্লুবিসিএস অফিসার, 37 জন আইএএসকে বদলির নির্দেশ দিয়েছেন তিনি । যদিও এর মধ্যে আলাদা করে তাৎপর্য খোঁজা অর্থহীন বলেই দাবি করেছে নবান্ন। সরকারের শীর্ষ মহলের দাবি, কারণ এটা রুটিন বদলেরই অংশ। বুধবার এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷
উল্লেখ্য, কিছুদিন আগেই 12টি জেলার জেলাশাসক এবং একগুচ্ছ পুলিশ জেলার পুলিশ সুপারদের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল । এদিন যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে জেলাশাসক পদের পরবর্তী স্তরের প্রশাসনিক কর্তাদের রদবদল করা হল । এদিন যে 37 জন আইএস'কে বদলি করা হল তাদের মধ্যে 14 জন পেয়েছেন অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব । 13 জন পেলেন যুগ্মসচিব পদের দায়িত্ব । তাঁদের মধ্যে 10 অফিসারকে অফিসার অন স্পেশাল ডিউটি পদে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে ।