পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sikkim Flash Flood: সিকিমে আটকে রাজ্যের 2000 পর্যটক, উদ্ধারে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন - নবান্নের কন্ট্রোল রুম

Tourists Stranded after Sikkim Flash Flood: সিকিমের হড়পা বানে আটকে পড়েছেন রাজ্যের 2000 জন পর্যটক ৷ তাঁদের উদ্ধারে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে নবান্ন ৷

Tourists Stranded after Sikkim Flash Flood
সিকিমে আটকে 2000 পর্যটক

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 6:40 PM IST

কলকাতা, 4 অক্টোবর:সিকিমে বেড়াতে গিয়ে বিপর্যয়ের জেরে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক । রাজ্যের প্রায় 2000 পর্যটক সেখানে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে ৷ এ বার তাঁদের উদ্ধারে তৎপর হল নবান্ন । খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম ৷

আচমকা মেঘ ভাঙা বৃষ্টিতে মহাবিপর্যয় নেমে এসেছে আমাদের পড়শী রাজ্য সিকিমে । পুজোর আগে পর্যটনের জন্য বহু মানুষ সেখানে যায় । এ বার মেঘভাঙা বৃষ্টির বিপর্যয়েও সিকিমে আটকে পড়েছেন বহু রাজ্যের পর্যটক । সংখ্যাটা নেহাত কম নয় । এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, সেখানে আটকে রয়েছেন প্রায় দু হাজারেরও বেশি পর্যটক । নবান্ন সূত্রে এ কথা জানা গিয়েছে ৷ কীভাবে তাঁদের উদ্ধার করে আনা হবে সেটাই এখন বড় চিন্তা নবান্নের ।

মেঘ ভাঙা বৃষ্টিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই পড়শী রাজ্যের । ফলে এই 2000 পর্যটককে কীভাবে রাজ্যে ফিরিয়ে আনা হবে তা নিয়েই চিন্তায় পড়েছে নবান্ন । মূলত এদের কথা ভেবেই পর্যটন দফতরের তরফ থেকে 24 ঘণ্টার একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । এই কন্ট্রোল রুমের নম্বর 1800-212-1655 এবং +91-9051888171 ৷ বিবাদীবাগে পর্যটন দফতরের অফিসে এই কন্ট্রোল রুম চালু থাকছে 24x7 অর্থাৎ 24 ঘণ্টাই । এছাড়া নবান্নের তরফ থেকেও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেই কন্ট্রোল রুমের নম্বর 033-22143526 এবং 1070 ।

আরও পড়ুন:উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মমতা, সেচমন্ত্রীকে দ্রুত শিলিগুড়িতে পৌঁছনোর নির্দেশ

এমনিতেই এই বিপর্যয় মোকাবিলায় পুরোদমে কোমর বেঁধে নেমে পড়েছে নবান্ন । ইতিমধ্যেই রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে উত্তরবঙ্গে থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নের সূত্র থেকে জানা গিয়েছে, প্রয়োজনে বিপর্যয়ের কারণে আটকে পড়া মানুষদের উদ্ধারে সাহায্য নেওয়া হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details