পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nabanna on Raninagar Factory: টাটা নয়, রানিনগরে কারখানা করছে কোকা কোলা, বিভ্রান্তি দূর করল নবান্ন - কোকা কোলা

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সোমবার একটি কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ মঞ্চ থেকেই তিনি জানান, রানিনগরে ওই কারখানাটি নাকি টাটাদের ৷ পরে বিভ্রান্তি দূর করে বিবৃতি জারি করে নবান্ন (CM Slip of Tongue) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 13, 2022, 6:59 AM IST

Updated : Sep 13, 2022, 7:14 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: সুকুমার রায়ের 'হযবরল'-র সেই বিখ্যাত লাইনটি নিশ্চয় সবার মনে আছে- 'ছিল রুমাল, হয়ে গেল বিড়াল' । সোমবার খানিকটা তেমনই ঘটল । একটা 'স্লিপ অফ টাঙ' থেকে রীতিমতো আলোচনার বিষয়বস্তুতে পরিণত হল । তবে সন্ধে গড়িয়ে রাতেই ভুল ভাঙল ।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মপ্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠান ছিল । সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির রানিনগরে কোকা কোলার একটি কারখানার উদ্বোধন করেন । ওই কারখানার জন্য 660 কোটি টাকা বিনিয়োগ করেছে হিন্দুস্থান কোকা কোলা বেভারেজেস (Hindustan Coca Cola Beverages Pvt Ltd) । মমতা বন্দ্যোপাধ্যায় এই কারখানার কথা বলতে গিয়ে এক সময় বলে ফেলেন, 'টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । 600 কোটি টাকা বিনিয়োগ করছে ।'

আরও পড়ুন:সিঙ্গুর অতীত ! রানিনগরে 600 কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মমতা

তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয় । তবে 'টাটা' বলে কথা । তাই ধোঁয়াশা থাকলেও রাজ্যবাসীর জন্য এই সুখবর কেউ উপেক্ষা করতে পারেনি । স্বাভাবিক ভাবে, সংবাদমাধ্যমের একটা বড় অংশ যথেষ্ট গুরুত্ব দিয়ে টাটা গোষ্ঠীর রাজ্যে বিনিয়োগের কথা সম্প্রচার করে । সিঙ্গুর জমি আন্দোলনের তিক্ততা ভুলিয়ে টাটাদের ফিরে আসা রাজ্যের বিনিয়োের জন্য সুখবর বলে মনে করেন অনেকেই ।

ভুল ভাঙল খানিক পরে । রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary, Hari Krishna Dwivedi) পরিষ্কার করে জানিয়ে দেন, "মুখ্যমন্ত্রী টাটার কথা বলতে চাননি । জলপাইগুড়িতে বিনিয়োগ করেছে হিন্দুস্থান কোকা কোলা বেভারেজেস (Nabanna Official clarifies CM inaugurates Coca Cola factory not Tata group)।"

এতেই শেষ নয়, নবান্নের তরফ থেকে রাত 9.23 মিনিট নাগাদ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সংবাদমাধ্যমের জন্য । সেখানে এই কোকা কোলা কারখানার বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমে দেওয়া হয় । ওয়াকিবহাল মহল মনে করছে, আসলে এই বিজ্ঞপ্তি টাটা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির কারণেই দেওয়া হয়েছে ।

নবান্নের বিজ্ঞপ্তি
হিন্দুস্তান কোকা কোলা বেভারেজেস জলপাইগুড়ির রানিনগরে 660 কোটি টাকা বিনিয়োগ করেছে ৷ 6.9 একর জমিতে কোকা কোলার দ্বিতীয় কারখানা তৈরি করেছে । আজ মুখ্যমন্ত্রীর তার উদ্বোধন করলেন । নতুন কারখানায় প্রায় 300 জনের বেশি কর্মী নিয়োগ করা হবে ৷ তার মধ্যে 66 শতাংশ মহিলা । অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কারখানা তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: 'আমাদের দলের লোকেরা ধরা পড়েছে, কারও দায়িত্ব নেব না', দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের

Last Updated : Sep 13, 2022, 7:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details