কলকাতা, 13 সেপ্টেম্বর: সুকুমার রায়ের 'হযবরল'-র সেই বিখ্যাত লাইনটি নিশ্চয় সবার মনে আছে- 'ছিল রুমাল, হয়ে গেল বিড়াল' । সোমবার খানিকটা তেমনই ঘটল । একটা 'স্লিপ অফ টাঙ' থেকে রীতিমতো আলোচনার বিষয়বস্তুতে পরিণত হল । তবে সন্ধে গড়িয়ে রাতেই ভুল ভাঙল ।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মপ্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠান ছিল । সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির রানিনগরে কোকা কোলার একটি কারখানার উদ্বোধন করেন । ওই কারখানার জন্য 660 কোটি টাকা বিনিয়োগ করেছে হিন্দুস্থান কোকা কোলা বেভারেজেস (Hindustan Coca Cola Beverages Pvt Ltd) । মমতা বন্দ্যোপাধ্যায় এই কারখানার কথা বলতে গিয়ে এক সময় বলে ফেলেন, 'টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । 600 কোটি টাকা বিনিয়োগ করছে ।'
আরও পড়ুন:সিঙ্গুর অতীত ! রানিনগরে 600 কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মমতা
তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয় । তবে 'টাটা' বলে কথা । তাই ধোঁয়াশা থাকলেও রাজ্যবাসীর জন্য এই সুখবর কেউ উপেক্ষা করতে পারেনি । স্বাভাবিক ভাবে, সংবাদমাধ্যমের একটা বড় অংশ যথেষ্ট গুরুত্ব দিয়ে টাটা গোষ্ঠীর রাজ্যে বিনিয়োগের কথা সম্প্রচার করে । সিঙ্গুর জমি আন্দোলনের তিক্ততা ভুলিয়ে টাটাদের ফিরে আসা রাজ্যের বিনিয়োের জন্য সুখবর বলে মনে করেন অনেকেই ।