পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 14, 2022, 8:06 PM IST

Updated : Dec 14, 2022, 9:47 PM IST

ETV Bharat / state

Nabanna on Awas Yojana: আবাস যোজনা নিয়ে আরও কড়া নবান্ন, কোনও এলাকায় ১৫ শতাংশের কম উপভোক্তার নাম বাতিল হলেই ফের সমীক্ষা

আবাস যোজনা (Awas Yojana) নিয়ে আরও কড়া হল নবান্ন ৷ কোনও এলাকায় 15 শতাংশের কম উপভোক্তার নাম বাতিল হলেই হবে আবার সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

nabanna-issues-fresh-guideline-to-end-corruption-on-awas-yojana
Nabanna on Awas Yojana: আবাস যোজনা নিয়ে আরও কড়া নবান্ন, কোন এলাকায় ১৫ শতাংশের কম উপভোক্তার নাম বাতিল হলেই হবে আবার সমীক্ষা

কলকাতা, 14 ডিসেম্বর: আবাস যোজনা (PMAYG) নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে আসছে । এবার রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন (Nabanna) থেকে রাজ্যের পাঁচ জেলাকে এই নিয়ে সতর্ক করা হল । নবান্ন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷

ওই সূত্র জানিয়েছে, এই 5 জেলায় সবচেয়ে উপরে রয়েছে পূর্ব মেদিনীপুরের নাম । এরপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা রয়েছে এই তালিকায় । সবচেয়ে বড় বিষয় এই পূর্ব মেদিনীপুর জেলায় জমা পড়া অভিযোগের 60 শতাংশেরই কোনও নিষ্পত্তি এখনও করা যায়নি । একইভাবে সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে পূর্ব বর্ধমান জেলাও । এই জেলায় জমা পড়া অভিযোগের 80 শতাংশ সমাধান করতে এখনও পারেনি জেলা প্রশাসন ।

গতকাল, মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির নেতৃত্বে নবান্নে একটি বৈঠক হয়েছিল । এরপর জেলাভিত্তিক একটি রিপোর্ট জমা পড়ে পঞ্চায়েত দফতরের হাতে । আর সেখানেই দেখা যাচ্ছে, এই পাঁচ জেলায় অভিযোগ জমা পড়ার পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি না হওয়ার অভিযোগের পরিমাণও বেশি । আর সেই রিপোর্টই আরও উদ্বেগ বাড়িয়েছে নবান্নের । সে কারণেই নবান্নের তরফ থেকে বুধবার এই পাঁচ জেলাকে সতর্ক করা হয়েছে বলে ওই সূত্র জানিয়েছে ।

শুধু তাই নয়, বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana) নাম না থাকার জন্য যেভাবে বিক্ষোভ হচ্ছে, এবং তারপর এই রিপোর্ট হাতে আসা এটা যথেষ্ট অস্বস্তির কারণ নবান্নের জন্য । নবান্নের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল অভিযোগ জমা নেওয়ার শুধু নয়, তা সমাধানের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে হবে জেলাগুলিকে । নবান্নের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে এই পাঁচ জেলায় কি পর্যাপ্ত পরিকাঠামো এখনও পর্যন্ত গড়ে ওঠেনি ? আর সে কারণেই এই প্রতিফলন দেখা যাচ্ছে !

এদিন নবান্নের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে । কী সেই নির্দেশ ! যতদূর জানা যাচ্ছে, তাতে এবার বলা হয়েছে, যদি দেখা যায় কোনও জায়গায় 15 শতাংশ বা তার কম নাম বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে, ওই সমস্ত এলাকায় আবার নতুন করে সমীক্ষা চালাতে হবে । এক্ষেত্রে নবান্নের স্পষ্টবার্তা যে যোগ্য নয়, এমন উপভোক্তার নাম যাতে তালিকায় না থাকে । একই সঙ্গে এই নির্দেশিকায় এও বলা হয়েছে সমীক্ষায় কত মানুষের নাম বাতিল হয়েছে, তা নির্দিষ্টভাবে জেলাশাসককে জানাতে হবে । মোটের উপর প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে আরো কড়া রাজ্য সরকার । এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন তারা কোন ধরনের অবহেলা বা রাজনৈতিক হস্তক্ষেপ চাইছে না ।

আরও পড়ুন:পাকা বাড়ি-গাড়ি ! প্রধানমন্ত্রীর আবাস যোজনার তালিকায় তৃণমূল প্রধান

Last Updated : Dec 14, 2022, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details