পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আশা কর্মীদের পুজো বোনাস ও ভাতা বৃদ্ধির নির্দেশিকা নবান্নের - আশা কর্মী

কোরোনা সংক্রান্ত সচেতনতা প্রচার থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে কোভিড আক্রান্তদের খোঁজখবর করার কাজ করছেন আশা কর্মীরা। ফ্রন্টলাইনার হিসেবে কাজ করলেও সেভাবে সুযোগ-সুবিধা তারা পান না বলে অভিযোগ ।

নবান্ন
নবান্ন

By

Published : Oct 1, 2020, 10:28 PM IST

কলকাতা, 1 অক্টোবর : আশা কর্মীদের জন্য পুজো বোনাস ও বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এই নির্দেশিকা অনুযায়ী আশা কর্মীদের বেতন বেড়ে হল ৪৫০০ টাকা। এছাড়াও তাঁরা ২ হাজার টাকা করে পাবেন পুজোর বোনাস ।

কোরোনা সংক্রান্ত সচেতনতা প্রচার থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে কোভিড আক্রান্তদের খোঁজখবর করার কাজ করছেন আশা কর্মীরা। ফ্রন্টলাইনার হিসেবে কাজ করলেও সেভাবে সুযোগ-সুবিধা তারা পান না বলে অভিযোগ । প্রয়োজনীয় সুরক্ষার অভাবে ইতিমধ্যেই কয়েকজন আশা কর্মী প্রাণ হারিয়েছেন । আশা কর্মীদের ভাতা হিসেবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মাসে এক হাজার টাকা ও রাজ্য সরকারগুলিও সম পরিমাণ ভাতা হিসেবে এক হাজার টাকা করে দিয়ে থাকে ।

কোরোনা সংক্রমণের এই সময়ে আশা কর্মীদের ভূমিকায় সন্তুষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পুরস্কার স্বরূপ আশা কর্মীদের ভাতা বৃদ্ধি এবং পুজো বোনাসের কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই ঘোষণা মতো আজ সরকারি নির্দেশিকা জারি হল। অর্থাৎ লাগু হয়ে গেল আশা কর্মীদের ভাতা ও বোনাসের সুবিধা।

ABOUT THE AUTHOR

...view details