পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকদের জন্য এন্ট্রি ও এগজ়িট পাসের লিঙ্ক ঘোষণা নবান্নর - lockdown update Kolkata

খুব সহজেই এবারে রাজ্য সরকারের ই-পাসের মাধ্যমে রাজ্যে ফেরা এবং রাজ্য থেকে চলে যাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন আটকে থাকা মানুষ ।

nabanna
নবান্ন

By

Published : May 8, 2020, 7:34 AM IST

কলকাতা, 8 মে : লকডাউনে ই-পাসের ব্যবস্থা করল রাজ্য সরকার । মূলত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো এবং এ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার জন্যই এই ই-পাসের উদ্যোগ । এন্ট্রি পাস এবং এগজ়িট পাস । গতকাল নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় । ই-পাসের লিঙ্ক ঘোষণা করা হয় ।

এই লিঙ্কের মাধ্যমে পরিযায়ী শ্রমিক-সহ আটকে থাকা অন্যান্য মানুষ আবেদন জানাতে পারবেন । কোনও আটকে থাকা ব্যক্তি রাজ্যে ফিরতে চাইলে এবং রাজ্য থেকে চলে যেতে চাইলে তাঁকে সাহায্য করবে ই-পাস। লিঙ্কটি পাওয়া যাবে রাজ্য সরকারের "এগিয়ে বাংলা" ওয়েবসাইটে ।

খুব সহজেই এবারে রাজ্য সরকারের ই-পাসের মাধ্যমে রাজ্যে ফেরা এবং রাজ্য থেকে চলে যাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন আটকে থাকা মানুষ ।

ইতিমধ্যেই শুরু হয়েছে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়া সহ বহু মানুষকে ফিরিয়ে আনার প্রক্রিয়া । বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্য থেকে ফেরার জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আটকে থাকা বহু মানুষ । তেমনই এই রাজ্যে আটকে থাকা মানুষরাও তাঁদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন । অনেকেই অবশ্য যোগাযোগ করতে পারছেন না । তবে যাঁরা যোগাযোগ করতে পারছেন না তাঁদের জন্য এই পাস চালু হল ।

গতকাল রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “এন্ট্রি ও এগজ়িট পাসের মাধ্যমে রাজ্য সরকারকে তথ্য দিয়ে রাজ্যে ফেরার এবং রাজ্য থেকে ফিরে যাওয়ার বিষয়ে নিশ্চিত করতে পারবেন ইচ্ছুক ব্যাক্তি।” এর জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । এই কন্ট্রোল রুমের নম্বর হল 033-2214 1995/2214 3526 ।

ABOUT THE AUTHOR

...view details