কলকাতা, 1 অগস্ট: বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এই অবস্থায় জেলা প্রশাসনকে সতর্ক করা হল নবান্নের তরফে । সতর্ক থাকতে বলা হয়েছে কলকাতা পৌরনিগমকেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়ার পরেই নবান্নে জেলা আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভার্চুয়াল এই বৈঠকে দক্ষিণবঙ্গের জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার অর্থাৎ 2 অগস্ট রাজ্যের 16টি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। একইসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি।
জানা গিয়েছে, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি এলাকায় অবস্থান করছে ৷ ক্রমশ সরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে যাবে ঘণ্টায় 6 কিলোমিটার গতিবেগে ৷ ক্রমশ নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের দিকে সরে যাবে বলে জানা গিয়েছে ৷ এর প্রভাবে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে ৷ উত্তর বঙ্গোপসাগর এলাকার সমুদ্র উপকূলে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ৷