কলকাতা, 25 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকার অক্সিজেন ম্যানেজমেন্ট অ্যাডভাইসরি (Oxygen Management Advisory) দিয়েছিল রাজ্য সরকারকে ৷ কালক্ষেপ না-করে কেন্দ্রের পরামর্শ মতোই সতর্ক হল নবান্ন (Nabanna Implements Centre Advisory on Oxygen Management) ৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যগুলিকে অক্সিজেনের সরবরাহ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছিল ৷ বিশেষ করে করোনাকালে যে প্লান্টগুলি তৈরি করা হয়েছিল ৷ তা সচল আছে কি না, তা পরীক্ষা করে তৈরি রাখার কথা বলা হয়েছিল ৷ সেই নির্দেশিকাকে দ্রুত সব হাসপাতাল এবং মেডিক্যাল অক্সিজেন প্লান্টেও (Medical Oxygen Plant) পাঠিয়ে দেওয়ার জন্য স্বাস্য ভবনকে বলা হয়েছে ৷
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল, দেশ জুড়ে এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তা ভবিষ্যতে বাড়তে পারে ৷ তাই রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহ নিয়মিত করতে হবে ৷ প্রসঙ্গত, করোনা থাবা বাসানোর পর অক্সিজেনের সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তা কারও অজানা নয় ৷ আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই রাজ্যগুলিকে সতর্ক হওয়ার কথা বলেছে কেন্দ্রীয় সরকার ৷ একইভাবে কেন্দ্রের দেখানো পথকে অনুসরণ করে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন ৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর সরকার বিধি-নিষেধের কথা ভাবছে না ৷ কেন্দ্রীয় সরকার যেমন যেমন রাজ্যকে পরামর্শ দেবে, রাজ্য সরকারও সেই পরামর্শ মেনে চলবে ৷ অবশেষে কেন্দ্রের পরামর্শ মেনে নিয়ে জেলাগুলিকে অক্সিজেন সরবরাহ নিয়ে সতর্ক করে দিল রাজ্য প্রশাসন ৷