পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতি, শোকজ় 25 জন রেশন ডিলার - Mamata Banerjee

খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ । 25 জন রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ জমা পড়ে নবান্নে । প্রশাসনের তরফে তাদের শোকজ় করা হয়েছে ।

nabanna

By

Published : Jul 6, 2019, 6:57 PM IST

কলকাতা, 6 জুলাই : খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই । জঙ্গলমহলের বিভিন্ন গ্রামের মানুষ অভিযোগ করেছিলেন, সরকারের বেঁধে দেওয়া কোটার থেকে কম চাল পান তারা । এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ । 25 জন রেশন ডিলারের বিরুদ্ধে সরাসরি খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল নবান্নে । প্রশাসনের তরফে তাদের শোকজ় করা হয়েছে ।

সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নবান্ন তরফে । দিনকয়েক আগেই দেওয়া হয়েছে সেই বার্তা । এমনকী CMO-তে নিয়োগ করা হয়েছে একজন IAS অফিসার । খাদ্যসাথী প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে গ্রিভান্স সেলে । মূলত রেশন ডিলারদের বিরুদ্ধেই দেদার দুর্নীতির অভিযোগ জানাচ্ছে মানুষ । খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ । আর সেসব অভিযোগ পেয়েই তত্‍‌পর হয়েছে প্রশাসন । নবান্ন সূত্রে খবর, যে 25 জন রেশন ডিলারকে শোকজ় করা হয়েছে, উত্তর না পেলে তাদের সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details