পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশনে অনিয়ম নিয়ে রাজ্যপালের চিঠির কড়া জবাব নবান্নর

রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যে রেশনে অনিয়ম নিয়ে নবান্নকে চিঠি দিয়েছিলেন ৷ আজ তাঁর চিঠির উত্তর দিল নবান্ন ৷ পালটা জবাবে জানিয়ে দেওয়া হল, রাজ্যপালের অভিযোগ তথ্যসমৃদ্ধহীন ৷ রেশন ব্যবস্থায় কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়

By

Published : Apr 19, 2020, 6:30 PM IST

কলকাতা, 19 এপ্রিল : রেশনে অনিয়ম নিয়ে অভিযোগ জানিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । নবান্নে চিঠি লিখে দুর্নীতির অভিযোগ জানিয়েছেন তিনি । আজ তাঁর চিঠির পালটা জবাব দিল রাজ্য সরকার । রাজ্যপালকে চিঠিতে জানিয়ে দেওয়া হল, "আপনার অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার কোনও মিল নেই । আপনার বক্তব্য দুর্ভাগ্যজনক এবং তথ্যসমৃদ্ধহীন । রেশন ব্যবস্থায় কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷"

রাজ্যজুড়ে রেশনে অনিয়ম নিয়ে শুরু হয়েছে জোর তরজা । রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধীরা । পাশাপাশি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । গতকাল রেশন দুর্নীতি নিয়ে একটি টুইট করেছিলেন রাজ্যপাল । একই সঙ্গে নবান্নে পাঠিয়েছিলেন চিঠি । দুর্নীতির অভিযোগ তোলা চিঠি পেয়ে রাজ্যপালের উপর ক্ষুব্ধ খাদ্য দপ্তরের শীর্ষ কর্তারা । তবে, চিঠির জবাব দিতে দেরি করল না রাজ্য সরকার । রাজ্যপালকে দেওয়া চিঠিতে রাজ্য সরকারের প্রতিক্রিয়া, "আগামী ছয় মাস বিনামূল্যে রেশন দেবে রাজ্যের খাদ্য দপ্তর । পাঁচ কেজি করে খাদ্যশস্য পাবে বিনামূল্যে । কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও খাদ্যশস্য এসে পৌঁছায়নি রাজ্য সরকারের কাছে । তা সত্ত্বেও নয় কোটির বেশি মানুষকে দিনরাত এক করে কাজ করে রেশন পৌঁছে দিচ্ছে প্রশাসন । রেশন ব্যবস্থায় দুর্নীতি হয়েছে বলে আপনি যে অভিযোগ করেছেন তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই । আপনার মন্তব্য দুর্ভাগ্যজনক এবং তথ্যসমৃদ্ধহীন । ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে 32 জনের বিরুদ্ধে । রেশন দুর্নীতিকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না ।"

প্রসঙ্গত, রেশনে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার নবান্ন মন্ত্রিসভার বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । এছাড়াও খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দেন তিনি । এমন কী, তার পরদিন ভবানীপুরের রেশন দোকানে সারপ্রাইজ় ভিজ়িট করেন মুখ্যমন্ত্রী । এত কিছুর পরও বিরোধীরা রেশনে অনিয়ম নিয়ে সরব রাজ্য সরকারের বিরুদ্ধে । যা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট রাজ্যের প্রশাসনিক প্রধান । বিশেষ করে রাজ্যপালের চিঠির কারণেই বেড়েছে ক্ষোভের মাত্রা । রাজ্যপালকে কড়া চিঠি দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করল নবান্ন ।

ABOUT THE AUTHOR

...view details