কলকাতা, 25 জুলাই: বৈধ হকারদের পরিচয়পত্র দেবে কলকাতা পৌরনিগম ৷ পৌরনিগমের টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি) এই নিয়ে যে তালিকা তৈরি করেছে, সেই তালিকা মেনে এই পরিচয়পত্র দেওয়া হবে ৷ এই পরিচয়পত্র বা সার্টিফিকেট অব ভেন্ডিং (সিওভি) পেতে একজন হকারকে 500 টাকা দিতে হবে পৌরনিগমকে ৷ আর তা পুনর্নবীকরণের জন্য বছরে দিতে হবে 300 টাকা ৷ শীঘ্রই একটি অনুষ্ঠানের আয়োজন করে এই পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু করবে কলকাতা পৌরনিগম ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, কলকাতায় হকারদের নয়া হকার আইন অনুসারে পরিচয়পত্র দেবে টাউন ভেন্ডিং কমিটি ৷ পরিবর্তে হকারদের থেকে ন্যূনতম একটা টাকা নেওয়া হবে । পৌরনিগমের প্রস্তাব ছিল, হকারদের সার্টিফিকেট অব ভেন্ডিং পাওয়ার ক্ষেত্রে 2500 টাকা সার্ভিস চার্জ ও প্রতিবছর পুনর্নবীকরণ করতে এককালীন দিতে হবে 500 টাকা ৷ এই প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছিল পৌরনিগমের হকার পুনর্বাসন বিভাগ থেকে ।
সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার । তবে দুই ক্ষেত্রেই টাকার অঙ্ক কমিয়ে দেওয়া হয়েছে । নতুন সিওভি দেওয়ার ক্ষেত্রে সার্ভিস চার্জ 2500 টাকা কমিয়ে 500 টাকা এবং বার্ষিক 500 টাকা কমিয়ে 300 টাকা করেছে নবান্ন । আগামী অগস্টের প্রথম সপ্তাহেই অনুষ্ঠান করে আপাতত 20 জন হকারের হাতে সিওভি তুলে দেওয়া হবে পৌরনিগমের তরফে ।
আরও পড়ুন:নিউমার্কেটে হকার সমস্যায় লাগাম দিতে 'গড়িয়াহাট মডেলে' ভরসা ফিরহাদদের