কলকাতা, 9 ডিসেম্বর:প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে এমনিতেই গত কয়েকদিন ধরে একের পর এক অশান্তির ছবি প্রকাশ্যে আসছে ৷ কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মীরা, আবার কোথাও আবাস যোজনার তালিকায় নাম না-ওঠায় যোগ্য আবেদনকারীরা বিক্ষোভে সামিল হয়েছেন ৷ কখনও পঞ্চায়েত কার্যালয় ঘেরাও, তো কোথাও বিডিও অফিসের সামনে অশান্তি চলছে ৷ এই প্রেক্ষাপটে স্বচ্ছভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরি এবং তার আগের সমীক্ষা করার জন্য বৃহস্পতিবারই পুলিশের সাহায্য নেওয়ার কথা জানিয়েছিল নবান্ন (Nabanna) ৷ আর এবার নবান্নের তরফ থেকে গঠন করা হল একটি টাস্ক ফোর্স (Task Force) ৷ আবাস যোজনার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে এই টাস্ক ফোর্সের উপর ৷ 9 সদস্যের এই টাস্কফোর্সের মাথায় থাকছেন পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথন ৷
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ট্রাস্কফোর্সে থাকছেন পঞ্চায়েত দফতরের একাধিক আধিকারিক ৷ এই আধিকারিকরাই মূলত সামগ্রিকভাবে সারা রাজ্যে আবাস যোজনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবেন ৷ এখানেই শেষ নয় ৷ স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ পর্যালোচনা করা থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও থাকবে তাঁদেরই উপর ৷ এক্ষেত্রে বাড়ি বাড়ি সমীক্ষা করা, জব কার্ড ম্যাপিং, গ্রামসভার বৈঠক আয়োজন করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নানা কাজ করবে এই টাস্ক ফোর্স ৷