পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনা নিয়ে কোনও বিতর্ক চাইছে না নবান্ন, গঠিত হল টাস্ক ফোর্স - টাস্ক ফোর্স

প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে আর কোনও বিতর্ক হোক, চাইছে না নবান্ন ৷ পরিকল্পনার সুষ্ঠু রূপায়নে তাই গঠন করা হল টাস্ক ফোর্স (Task Force) ৷

Nabanna Forms Task Force for proper implementation of Pradhan Mantri Awas Yojana
Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনা নিয়ে কোনও বিতর্ক চাইছে না নবান্ন, গঠিত হল টাস্ক ফোর্স

By

Published : Dec 9, 2022, 5:29 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর:প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে এমনিতেই গত কয়েকদিন ধরে একের পর এক অশান্তির ছবি প্রকাশ্যে আসছে ৷ কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মীরা, আবার কোথাও আবাস যোজনার তালিকায় নাম না-ওঠায় যোগ্য আবেদনকারীরা বিক্ষোভে সামিল হয়েছেন ৷ কখনও পঞ্চায়েত কার্যালয় ঘেরাও, তো কোথাও বিডিও অফিসের সামনে অশান্তি চলছে ৷ এই প্রেক্ষাপটে স্বচ্ছভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরি এবং তার আগের সমীক্ষা করার জন্য বৃহস্পতিবারই পুলিশের সাহায্য নেওয়ার কথা জানিয়েছিল নবান্ন (Nabanna) ৷ আর এবার নবান্নের তরফ থেকে গঠন করা হল একটি টাস্ক ফোর্স (Task Force) ৷ আবাস যোজনার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে এই টাস্ক ফোর্সের উপর ৷ 9 সদস্যের এই টাস্কফোর্সের মাথায় থাকছেন পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথন ৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ট্রাস্কফোর্সে থাকছেন পঞ্চায়েত দফতরের একাধিক আধিকারিক ৷ এই আধিকারিকরাই মূলত সামগ্রিকভাবে সারা রাজ্যে আবাস যোজনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবেন ৷ এখানেই শেষ নয় ৷ স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ পর্যালোচনা করা থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও থাকবে তাঁদেরই উপর ৷ এক্ষেত্রে বাড়ি বাড়ি সমীক্ষা করা, জব কার্ড ম্যাপিং, গ্রামসভার বৈঠক আয়োজন করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নানা কাজ করবে এই টাস্ক ফোর্স ৷

আরও পড়ুন:দফায় দফায় তথ্য যাচাইয়ের পরই মিলবে সুবিধা, বিতর্ক এড়াতে কঠোর নবান্ন

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যাতে আগামিদিনে আর কোনও বিতর্ক তৈরি না-হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্য়েই বেশ কিছু পদক্ষেপ করেছে নবান্ন ৷ রাজ্য সরকারের তরফ থেকে জেলায় জেলায় একজন করে আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিককে নিয়োগ করা হয়েছে ৷ আবাস যোজনা নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না-ওঠে, এবং নিখুঁতভাবে প্রকল্প রূপায়নের কাজ করা যায়, তার জন্যই প্রত্যেকটি জেলায় এই আধিকারিকদের নিয়োগ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্য পঞ্চায়েত দফতরের তরফ থেকে সব জেলাশাসককেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সতর্ক করা হয়েছে ৷ তাঁদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, জেলাশাসকের দফতরে কন্ট্রোল রুম চালু করতে হবে ৷ একইসঙ্গে, জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও অফিসে বাধ্যতামূলকভাবে রাখতে হবে 'কমপ্লেন বক্স' ৷ এই কমপ্লেন বক্সেই মানুষ তাদের অভাব, অভিযোগ লিখিতভাবে জমা দিতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details