পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্নের 66 জন গাড়ি চালকের রিপোর্ট নেগেটিভ , মিলল স্বস্তি

কয়েকদিন আগেই নবান্নের দুই গাড়ি চালকদের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে । তারপরই মোট 100 জন গাড়ি চালকের সোয়াব টেস্ট করা হয় । তার মধ্যে 66 জনের রিপোর্ট আজ নেগেটিভ আসে । বাকিদের রিপোর্ট এখনও আসেনি ।

Nabanna
নবান্ন

By

Published : Jun 10, 2020, 10:55 AM IST

কলকাতা , 10 জুন : নবান্নের গাড়ি চালকদের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় অবশেষে উৎকণ্ঠা কাটল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের । প্রায় শতাধিক গাড়ি চালকের সোয়াব পরীক্ষা করা হলে প্রথম পর্যায়ে 66 জনের রিপোর্ট আসে । দেখা যায় প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ । ফলে মিলছে স্বস্তি ।

কয়েকদিন আগে নবান্নের দু'জন আমলার গাড়িচালকদের শরীরে সংক্রমণ ধরা পড়ে । তারপ‍র থেকে গোটা নবান্নে ছড়িয়ে পড়ে আতঙ্ক । বিষয়টিকে নিয়ে উদ্বিগ্ন ছিল মুখ্যমন্ত্রীর সচিবালয় । এরপরে নবান্নের সমস্ত গাড়ি চালককে কোরোনা পরীক্ষার জন‍্য যাবতীয় ব‍্যবস্থা করা হয় । সেই মতো প্রায় 100 জনের বেশি গাড়ি চালকের সোয়াব টেস্ট করা হয় । তাঁদের মধ্যে প্রথম পর্যায়ে 66 জনের রিপোর্ট আজ আসার পর দেখা যায় প্রত‍্যেকের রিপোর্ট নেগেটিভ ।

প্রসঙ্গত , নবান্নের দুই গাড়ি চালকদের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ার পরে বদল ঘটানো হয় পার্কিংয়ের জায়গার । নবান্নের বেসমেন্টে মুখ্যমন্ত্রীর গাড়ির পাশাপাশি অন‍্য কোনও গাড়ি রাখা যাবে না বলে ইতিমধ্যে দেওয়া হয় নিষেধাজ্ঞা । সেই মতো অন‍্যত্র গাড়ি রাখার ব‍্যবস্থা হয় মন্ত্রী , আমলা ও আধিকারিকদের গাড়ি । এমনকী , গোটা নবান্নকে দুই দিন স‍্যানিটাইজ় করা হয় । আর আজ 66 জনের গাড়ি চালকের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে ।

ABOUT THE AUTHOR

...view details