কলকাতা, 4 ডিসেম্বর:প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলার জন্য পুনরায় 8 (আট) হাজার 200 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে ৷ এই অবস্থায় রাজ্য সরকার চাইছে না এই অর্থের ব্যবহার নিয়ে ফের কোনও প্রশ্ন উঠুক ৷ আর সেই কারণে আগেভাগেই সতর্ক হল নবান্ন (Nabanna) ৷ এক্ষেত্রে কারা বাড়ি পাচ্ছেন বা কারা পাবেন, তা নির্ধারণ করতে একটি পর্যবেক্ষক দল তৈরি করা হচ্ছে ৷ স্থির করা হয়েছে, উপভোক্তাদের নামে প্রকল্পের টাকা মঞ্জুর করার আগে এই পর্যবেক্ষক দলের মাধ্যমে তা পর্যালোচনা করে দেখতে হবে ৷ তাতে উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হলে একমাত্র তবেই প্রকল্পের টাকা মঞ্জুর করা হবে ৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার এই খাতে যে অর্থ বরাদ্দ করেছে, তার সঙ্গে রাজ্যের বরাদ্দ মিলিয়ে মোট 11 লক্ষ 36 হাজার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী এক মাসের মধ্যেই যাঁরা বাড়ি পাবেন, তাঁদের অনুমোদন আগে দেওয়া হবে ৷ রাজ্য পঞ্চায়েত দফতরের পাশাপাশি স্থানীয় প্রশাসনের 5 থেকে 10 জন প্রতিনিধিকে নিয়ে একটি-একটি 'ভেরিফিকেশন টিম' গঠন করা হয়েছে ৷ এই দলে স্থানীয় আশাকর্মীরা যেমন থাকছেন, তেমনই থাকছেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের আধিকারিকরা ৷ দুই-তিনজনের এই আধিকারিক দলগুলি আবেদনকারীদের বাড়ি যাবে ৷ এই দলের সদস্যরা দেখবেন, যাঁরা বাড়ির তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, তাঁরা আদৌ এই প্রকল্পের সুবিধা পাওয়ার উপযুক্ত কিনা ৷ রবিবার থেকেই এই সমীক্ষা শুরু করা হয়েছে ৷ শেষ করা হবে আগামী সাতদিনের মধ্যেই ৷