কলকাতা, 18 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পায় কি না তা নিয়ে চিঠি এসেছে নবান্নে । সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের কাছে বিস্তারিত তথ্যসমেত জানতে চাওয়া হয়েছে, কিষান বিকাশ যোজনার মতো কেন্দ্রের প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী পাচ্ছে কি না বা কেমন সুবিধা পাচ্ছে, কীভাবে পাচ্ছে । এ সম্পর্কিত কোনও তথ্য নবান্ন দেবে না বলেই জানা গেছে । যার জেরে ফের একবার সামনে আসতে চলেছে কেন্দ্র-রাজ্য সংঘাত ৷
লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যে প্রচারে এসে একাধিকবার কেন্দ্রের প্রকল্প রাজ্যবাসী পাচ্ছে না বলে অভিযোগ তোলেন মোদি-শাহ । নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরও একই কথা বলেছেন দু'জনে । একই অভিযোগ তুলেছেন রাজ্যপালও । 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে এসে ফের প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন, কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে না বাংলা । কাঠগড়ায় তোলা হয় রাজ্য সরকারকে । সেই নিয়েই এবার নবান্নের কাছে তথ্য চেয়ে পাঠাল কেন্দ্র । যা নিয়ে আবারও কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি হওয়ার পথে ।