পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজভবনের খরচের বিপুল টাকা বকেয়া, নবান্ন দিল মাত্র দেড় কোটি - রাজ্যপাল

Kolkata Raj Bhavan: সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে বর্ষপূর্তির দিনই অর্থাৎ, গত 23 নভেম্বর রাজ্যের অর্থ সচিবকে ডেকে পাঠান রাজভবনে। দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়। একাধিক আর্থিক বিষয় নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হয়। এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে টাকা পাওয়া খবর জানা গিয়েছে। ইটিভি ভারত আগেই জানিয়েছিল, রাজ্যপালের যাতায়াত খরচ তিন কোটি 61 লক্ষের পুরোটা রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস করেননি।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 4:55 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর:রাজ্যপালের যাতায়াত খরচ, বই ছাপানো-সহ একাধিক খাতে রাজভবনের খরচের বিপুল টাকা বকেয়া। পাওনাদাররা প্রায়শই তাগাদা দিচ্ছেন বলে সূত্রের দাবি। এমতাবস্থায় গত সপ্তাহে নবান্ন থেকে দেড় কোটি টাকা রাজভবনকে দেওয়া হয়েছে। যা প্রয়োজনের থেকে অনেকটাই কম। ফলে, প্রায় এক দেড় মাস বাদে টাকা পেলেও রাজভবনের অর্থ দফতর পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বলেই সূত্রের দাবি।

ইতিমধ্যেই বকেয়া টাকা চেয়ে কলকাতা রাজভবনকে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলার রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের বর্ষপূর্তির দিন পনেরো আগে সেই চিঠি পাঠানো হয়। সূত্রের দাবি, বিমান ভাড়া-হেলিকপ্টার ভাড়া-ট্রেন ভাড়া মিলিয়ে প্রায় তিন কোটি 61 লক্ষ টাকা বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের। তার মধ্যে প্রায় দুই কোটি 40 লক্ষের বেশি টাকা পাবে কেন্দ্র। এই সব টাকা রাজ্য সরকারকে দিতে হবে। অবিলম্বে সেই বকেয়া টাকা পরিশোধের জন্য পশ্চিমবঙ্গের রাজভবনকে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজভবন সূত্রের দাবি, নবান্ন থেকে যে দেড় কোটি সম্প্রতি রাজভবনকে দেওয়া হয়েছে, তার মধ্যে মাত্র 20 লক্ষ টাকা পরিবহন খাতের জন্য। বাকি এক কোটি 30 লক্ষ টাকা অন্যান্য খাতে ব্যবহার করা হচ্ছে।
কিন্তু, তিনটি ট্রাভেল এজেন্সি ও ছাপা খানা মিলিয়ে যে প্রায় কোটি টাকা বকেয়া আছে তা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ, দিনের পর দিন খরচ বেড়েই চলেছে।

সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে বর্ষপূর্তির দিনই অর্থাৎ, গত 23 নভেম্বর রাজ্যের অর্থ সচিবকে ডেকে পাঠান রাজভবনে। দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়। একাধিক আর্থিক বিষয় নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হয়। এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে টাকা পাওয়া খবর জানা গিয়েছে। ইটিভি ভারত আগেই জানিয়েছিল, রাজ্যপালের যাতায়াত খরচ তিন কোটি 61 লক্ষের পুরোটা রাজ্যের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস করেননি। উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের আমলেও বেশ কিছু টাকা বকেয়া রয়েছে।

অন্যদিকে, গত এক বছরে রাজ্যপাল সিভি আনন্দ বোস নানা কর্মসূচির আয়োজন করেছেন। ঘোষণা করেছেন বিভিন্ন রকম স্কলারশিপ বা আর্থিক পুরস্কার। বেসরকারি সংস্থার সিএসআর থেকে আর্থিক সংস্থানের পাশাপাশি রাজ্যের সরকারি কোষাগারের থেকেও বেশ কিছু টাকা খরচ হয়েছে। সূত্রের দাবি, স্টেট ব্যাংক থেকে প্রায় এক কোটি টাকা আর্থিক সাহায্য পেয়েছিল রাজভবন। বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক পুরস্কার এবং একাধিক খাতে সেই টাকা খরচ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের
  2. লোকসভা ভোটের আগে ঢেলে সাজানো হল বিজেপির পাঁচটি সাংগঠনিক জেলা, নয়া দায়িত্বে লকেট-অগ্নিমিত্রা
  3. শিশির অধিকারীর সঙ্গে একই মঞ্চে, কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে শো-কজ তৃণমূলের জেলা সভাপতির

ABOUT THE AUTHOR

...view details