কলকাতা, 23 ডিসেম্বর:রাজ্যপালের যাতায়াত খরচ, বই ছাপানো-সহ একাধিক খাতে রাজভবনের খরচের বিপুল টাকা বকেয়া। পাওনাদাররা প্রায়শই তাগাদা দিচ্ছেন বলে সূত্রের দাবি। এমতাবস্থায় গত সপ্তাহে নবান্ন থেকে দেড় কোটি টাকা রাজভবনকে দেওয়া হয়েছে। যা প্রয়োজনের থেকে অনেকটাই কম। ফলে, প্রায় এক দেড় মাস বাদে টাকা পেলেও রাজভবনের অর্থ দফতর পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বলেই সূত্রের দাবি।
ইতিমধ্যেই বকেয়া টাকা চেয়ে কলকাতা রাজভবনকে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলার রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের বর্ষপূর্তির দিন পনেরো আগে সেই চিঠি পাঠানো হয়। সূত্রের দাবি, বিমান ভাড়া-হেলিকপ্টার ভাড়া-ট্রেন ভাড়া মিলিয়ে প্রায় তিন কোটি 61 লক্ষ টাকা বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের। তার মধ্যে প্রায় দুই কোটি 40 লক্ষের বেশি টাকা পাবে কেন্দ্র। এই সব টাকা রাজ্য সরকারকে দিতে হবে। অবিলম্বে সেই বকেয়া টাকা পরিশোধের জন্য পশ্চিমবঙ্গের রাজভবনকে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজভবন সূত্রের দাবি, নবান্ন থেকে যে দেড় কোটি সম্প্রতি রাজভবনকে দেওয়া হয়েছে, তার মধ্যে মাত্র 20 লক্ষ টাকা পরিবহন খাতের জন্য। বাকি এক কোটি 30 লক্ষ টাকা অন্যান্য খাতে ব্যবহার করা হচ্ছে।
কিন্তু, তিনটি ট্রাভেল এজেন্সি ও ছাপা খানা মিলিয়ে যে প্রায় কোটি টাকা বকেয়া আছে তা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ, দিনের পর দিন খরচ বেড়েই চলেছে।