কলকাতা, 23 মে: অন্যথা হল না এ বারও ৷ এ বছরও জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা ৷ এই সুখবর দিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে ৷ এ দিকে, আজ বিকেলে বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।
আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী । তার আগে পাড়ায় পাড়ায় জামাই বরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । বাজার থেকে শুরু করে সবেতেই বাড়তি নজর গৃহস্থের । আর এর মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করল নবান্ন । বিশেষ করে এই সুখবর তাঁদের জন্য যাঁরা জামাইষষ্ঠীতে ভুরিভোজের জন্য আমন্ত্রিত হন । কিন্তু চাকরির হেপা থাকায় তাঁরা ইচ্ছা থাকলেও শ্বশুরবাড়িতে যেতে পারেন না । এ বার তাঁদের সেই সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার । কারণ এ বার জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য । ইতিমধ্যেই অর্থ দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ।
প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দেওয়া হয় । 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ বারও সেই পরম্পরা জারি থাকল । শুধু সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের নির্দেশিকা জারি থাকবে । যতদূর জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর দুটোর পর ছুটি হয়ে যাবে সমস্ত সরকারি দফতর ।