পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমার ও বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হল", দুঃখপ্রকাশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের - নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের

সাহিত্যিক নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷

নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের

By

Published : Nov 7, 2019, 10:56 PM IST

কলকাতা, 7 নভেম্বর : সাহিত্যিক নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷ সাহিত্যের অপূরণীয় ক্ষতি হল বলে জানান তিনি ৷

প্রায় 60 বছর ধরে নবনীতা দেব সেনের সঙ্গে সম্পর্ক ছিল শীর্ষেন্দুবাবুর ৷ প্রিয় বন্ধু নবনীতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি ৷ বলেন, "হাঁপানি থাকা সত্ত্বেও অফুরন্ত জীবনশক্তি ছিল তাঁর ৷ রঙ্গরসিকতা করতে ভালোবাসতেন নবনীতা ৷ হাঁপানির জন্য ওষুধ নিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছেন তিনি ৷ তাঁকে অনুসরণের চেষ্টা করলে কতটা সফল হব জানি না ৷"

শীর্ষেন্দু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "অসামান্য রসবোধ, অসামান্য লেখা তাঁর ৷ নানা স্বাদের লেখা লিখতেন তিনি ৷ প্রবন্ধ, কবিতা, ভ্রমণ, সাহিত্য, নিবন্ধ সবই লিখতে পারতেন অনায়াসে ৷ তাঁর অমলিন হাসি আমার মনে থাকবে ৷ ওর প্রাণশক্তি আমায় স্পর্শ করেছে ৷ ব্যক্তিগতভাবে আমার ও বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷"

ABOUT THE AUTHOR

...view details