কলকাতা, 15 জুন : বড়বাজারে শিশুকে ছুঁড়ে ফেলার ঘটনায় ধৃত শিব কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, বছরখানেক আগে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল শিবকুমারের স্ত্রীর। একই কায়দায় বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছিল তাঁর। তখন সেটা নিছক দুর্ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু এখন স্থানীয়দের অভিযোগ, গতকালের ঘটনার পর মনে হচ্ছে সেই মৃত্যুর পিছনেও রহস্য রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বড়বাজারে শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য - বড়োবাজারে শিশু খুনের ঘটনা
এক বছর আগে মারা যান বড়বাজারে শিশু খুনে অভিযুক্ত শিব কুমারের স্ত্রী। গতকালের ঘটনার পর সন্দিহান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দুর্ঘটনায় মৃত্যু হয়নি শিব কুমারের স্ত্রীর।
বাচ্চাদের খেলাধুলো নিয়ে দিন পনেরো আগে প্রতিবেশী বিক্রম সাউয়ের সঙ্গে ঝামেলায় জড়ায় শিব কুমার। সেই সময় চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত হয়। গতকাল সন্ধেয় আবারও খেলাধুলো নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে তারা। এরপরই বিক্রম সাউয়ের সন্তানদের ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয় শিব কুমার। ঘটনায় মৃত্যু হয়েছে বছর দুয়েকের শিবম সাউয়ের। গুরুতর জখম অবস্থায় নীলরতন সরকার হাসপাতালে চিকিসাধীন 6 বছরের বিশাল সাউ। ঘটনার পর অভিযুক্ত শিব কুমারকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকালের ঘটনা প্রসঙ্গে মনোবিদ নীলাঞ্জনা সান্যাল বলেন, “ কোনও সুস্থ মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। অত্যন্ত অসংযমী প্রকৃতির মানুষ উনি। সংযম থাকলে এই কাজ করতে পারতেন না।"