কলকাতা, 10 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু ৷ হোস্টেলের নীচ থেকে উদ্ধার পড়ুয়ার রক্তাক্ত দেহ ৷ ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ বুধবার রাতে এই ঘটনাটি ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ৷ মৃত ছাত্রের নাম স্বপ্নদীপ কুণ্ডু ৷ বাড়ি নদিয়ায় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
এই মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ উঠে এসেছে ৷ প্রথম বর্ষেরই আরেক ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ব়্যাগিং নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন ৷ তাতে তিনি ব়্যাগিং-বিভীষিকার কিছুটা আভাসও দিয়েছেন ৷ প্রথম বর্ষের ওই পড়ুয়ার নাম অর্পণ মাঝি ৷ পোস্টে অর্পণ সবিস্তারে জানিয়েছেন, আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও ব়্যাগিং থেকে রেহাই পেতে তাঁকে অন্যত্র থাকার ব্যবস্থা করতে হচ্ছে ৷ এর জন্য তাঁকে টাকা পর্যন্ত ধার করতে হচ্ছে ৷ অর্পণের আর্জি, ছাত্রনেতারা যেন ব়্যাগিংয়ের পথ থেকে সরে আসেন ৷
ছাত্রটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তিনি আত্মহত্যা করেছেন নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কলকাতা পুলিশ ৷ সূত্রের খবর, এই ঘটনা ঘটার দু'দিন আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্বপ্নদীপ কুন্ডু ৷ তিনি বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন ৷