পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হস্টেলের পাঁচতলা থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যু, সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের - death

Malda Student Death: মালদায় হস্টেলের পাঁচতলা থেকে পড়ে নাবালিকা ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের ৷ প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে সিআইডি, নির্দেশ হাইকোর্টের।

Etv Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 10:52 PM IST

ছাত্রীর রহস্য মৃত্যু, সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 28 নভেম্বর: মালদায় হস্টেলের পাঁচতলা থেকে পড়ে নাবালিকা ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ বিচারপতি শম্পা দত্ত পালের। প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে সিআইডি, নির্দেশ হাইকোর্টের। পরিবারের অভিযোগ ছিল, তাঁদের মেয়েকে পরিকল্পনা করে ধর্ষণ ও পরে খুন করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।

মামলার শুনানি পর্বে রাজ্য সরকারের পক্ষের আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় আদালতে জানিয়েছিলেন, নাবালিকা ছাত্রী আত্মহত্যা করেছে। তাই কোনও নিরপেক্ষ অথবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন নেই। মানসিক অবসাদের জন্যই সে আত্মহত্যা করেছিল। পাশাপাশি তিনি আরও জানান, স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর অভিভাবককে স্কুলে ডেকে পাঠানোর পরে সে আত্মহত্যা করেছিল।

সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি শম্পা দত্ত পাল জানতে চেয়েছিলেন, অভিভাবককে স্কুলে ডাকা হয়েছিল তার তথ্য কোথায়? প্রথম চার্জশিট জমা করার সময় যে সমস্ত ব্যক্তিদের সাক্ষী নেওয়ার দরকার ছিল, তাঁদের কেন সাক্ষী নিলেন না তদন্তকারী আধিকারিকরা? সেই প্রশ্নের উত্তর এদিন আদালতে দিতে পারেননি সরকারপক্ষের আইনজীবী।

মৃত মেয়েটির বাবার পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, সরকারপক্ষের আইনজীবী তদন্তের কথা আদালতে জানিয়েছেন ৷ তবে সেই তদন্তে সাক্ষীদের নাম প্রথম চার্জশিটে নেই কেন? নাবালিকা ছাত্রীর বাবা নির্দিষ্ট করে খুনের অভিযোগ করলেও সেই অভিযোগ এফআইআর হিসেবে রুজু করেনি পুলিশ। পাশাপাশি ওই ছাত্রী পাঁচতলা থেকে নীচে পড়ে যাওয়ার পর হাসপাতালে প্রথম যে চিকিৎসক চিকিৎসা করেছিলেন তাঁর কেন সাক্ষী নেওয়া হয়নি? প্রশ্ন তোলেন আইনজীবী আশিস কুমার চৌধুরী ৷

তিনি আদালতে অভিযোগ করে আরও জানান, ঘটনার প্রায় এক দশক হতে চললেও আজ পর্যন্ত মৃত ছাত্রীর বাবার কোনওরকম জবানবন্দি নেয়নি পুলিশ। তাহলে সেই পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবে পরিবার? প্রশ্ন আইনজীবীর ৷ হস্টেলের পাঁচতলা থেকে ছাত্রীর পড়ে যাওয়ার কথা স্কুল কর্তৃপক্ষের তরফে পরিবারকে জানানো হয়নি বলেও অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি নীচে পড়ে যাওয়ার পর অনেকক্ষণ ছাত্রী জীবিত অবস্থায় ছিল তা সত্ত্বেও তার মৃত্যুকালীন জবানবন্দি নেওয়া হয়নি বলে অভিযোগ আইনজীবী আশিসের।

প্রসঙ্গত, 2018 সালের 30শে অক্টোবর মালদা কালিয়াচক আবাসিক মিশনের একাদশ শ্রেণীর ছাত্রী হস্টেলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে দাবি ছিল স্কুল কর্তৃপক্ষের । এই ঘটনার কথা স্কুলেরই এক অভিভাবক মারফত জানতে পারেন ছাত্রীর বাবা। খবর পাওয়ার পরেই চাঁচোল থেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছায় ছাত্রীর পরিবার। ততক্ষণে ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসক ।

আরও পড়ুন:

1. কমন সার্ভিস সেন্টার সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যকে 50 হাজার টাকা জরিমানার হুঁশিয়ারি হাইকোর্টের

2.মেট্রোরেল প্রকল্পের জন্য সেন্ট্রাল পার্কে আর কোনও নির্মাণ নয়, নির্দেশ হাইকোর্টের

3.কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে গাড়ির ধাক্কা, গ্রেফতার বিচারকের নাবালক নাতি

ABOUT THE AUTHOR

...view details