পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গড়িয়ায় ব্যক্তির রহস্যমৃত্যু - garia death news

আজ ভোরে ছটপুজো উপলক্ষে একটি শোভাযাত্রায় তাঁর সিন্থেসাইজ়ার বাজানোর কথা ছিল ৷ সময় পেরিয়ে গেলেও না ওঠায় তাঁর খোঁজ শুরু হয় ৷ পরে বাড়ির পিছনে খোলা জায়গা থেকে উদ্ধার হয় বিশ্বজিতের রক্তাক্ত দেহ ৷

বিশ্বজিৎ নস্কর

By

Published : Nov 3, 2019, 3:10 PM IST

কলকাতা, 3 নভেম্বর : বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ ৷ ঘটনাটি গড়িয়ার মহামায়াপুর এলাকার ৷

মৃতের নাম বিশ্বজিৎ নস্কর (36) ৷ পেশায় ব্যবসায়ী ৷ ভালো সিন্থেসাইজ়ার বাজাতেন ৷ আজ ভোরে ছটপুজো উপলক্ষে একটি শোভাযাত্রায় তাঁর সিন্থেসাইজ়ার বাজানোর কথা ছিল ৷ কিন্তু উপস্থিত ছিলেন না তিনি ৷ বাড়ির দরজায় তালা মারা থাকায় তিনি যে বাড়ি থেকে বেরোননি, তা নিয়েও নিশ্চিত ছিলেন পরিবারের সদস্যরা ৷

খোঁজ করতে করতে বাড়ির পিছনে পরিত্যক্ত একটি জায়গা থেকে পাওয়া যায় বিশ্বজিৎকে ৷ তাঁর পা কাদায় ঢুকে গিয়েছিল ৷ মাথার বিভিন্ন অংশ ক্ষত রয়েছে ৷ শরীরের একাংশে আঘাতের দাগ সহ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে ৷ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details