কলকাতা, ২৬ জুন : আগেই গ্রেপ্তার হয়েছিল দু'জন। যোধপুর পার্কের বৃদ্ধা শ্যামলী ঘোষ খুনের 48 ঘণ্টার মধ্যেই। ধৃত দু'জন টাকার লোভে সুপারি কিলারের কাজ করেছিল। তখনই তদন্তকারীরা টের পেয়েছিলেন চক্রান্তকারী অন্য কেউ। সেই তদন্তের জাল এবার গুটিয়ে আনল কলকাতা পুলিশ। ওই খুনের ঘটনায় ধৃত নিহত শ্যামলী ঘোষের প্রতিবেশী দেবাশিস বন্দ্যোপাধ্যায় । শ্যামলীর ফ্ল্যাট হাতিয়ে নিতেই এই খুন করা বলে অনুমান পুলিশের।
৫ এপ্রিল বৃহস্পতিবার হঠাৎই ১৪১, যোধপুর পার্কের চারতলা ফ্ল্যাটের তিনতলায় থেকে দুর্গন্ধ ছড়ায়। পড়শিদের টেকা মুশকিল হয়ে গেছিল। সেই ফ্ল্যাটেই একা থাকতেন শ্যামলীদেবী। অনেক ডাকাডাকির পর, দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে বৃদ্ধার বোন এসে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলেন। লেক থানার পুলিশ দেখতে পায় মেঝেয় পড়ে রয়েছে শ্যামলীদেবীর দেহ।