কলকাতা, 2 নভেম্বর : দেশের একাধিক প্রবীণ সরকারি আধিকারিক, সাংবাদিক, আইনজীবী ও সমাজকর্মীদের হোয়াটসঅ্যাপের উপর চলেছিল নজরদারি । এমনটাই অভিযোগ উঠেছে ইজ়রায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা NSO-র বিরুদ্ধে । এ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমারও ফোন ট্যাপ করা হয়েছিল । আমি সেটা জানি ।"
হোয়াটসঅ্যাপের তরফে ইতিমধ্যেই NSO-র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । অভিযোগ, মে মাসে লোকসভা ভোটের সময়ে নজরদারি চালানো হয়েছিল । এ নিয়ে কংগ্রেস প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে । সুপ্রিম কোর্টকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদনও করেছে কংগ্রেস । এবার এই ঘটনায় সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "স্বাধীনভাবে কথাও বলতে পারবেন না । কারণ সেগুলো সব রেকর্ড হয় । আর সেই রেকর্ড কেউ শোনে । প্রথমে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত ছিল । কিন্তু এখন NSO হোয়াটসঅ্যাপ খুলে নেয় । ল্যান্ডফোন, মোবাইল সুরক্ষিত নয় । গোয়েন্দাগিরি চলছে ।"