পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমার ফোনও ট্যাপ হয়েছিল," NSO প্রসঙ্গে মমতা - Political News

কংগ্রেসের পর NSO নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানালেন, তাঁরও ফোন ট্যাপ হয়েছিল ।

মমতা

By

Published : Nov 2, 2019, 8:35 PM IST

Updated : Nov 2, 2019, 11:34 PM IST

কলকাতা, 2 নভেম্বর : দেশের একাধিক প্রবীণ সরকারি আধিকারিক, সাংবাদিক, আইনজীবী ও সমাজকর্মীদের হোয়াটসঅ্যাপের উপর চলেছিল নজরদারি । এমনটাই অভিযোগ উঠেছে ইজ়রায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা NSO-র বিরুদ্ধে । এ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "আমারও ফোন ট্যাপ করা হয়েছিল । আমি সেটা জানি ।"

হোয়াটসঅ্যাপের তরফে ইতিমধ্যেই NSO-র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । অভিযোগ, মে মাসে লোকসভা ভোটের সময়ে নজরদারি চালানো হয়েছিল । এ নিয়ে কংগ্রেস প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে । সুপ্রিম কোর্টকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদনও করেছে কংগ্রেস । এবার এই ঘটনায় সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "স্বাধীনভাবে কথাও বলতে পারবেন না । কারণ সেগুলো সব রেকর্ড হয় । আর সেই রেকর্ড কেউ শোনে । প্রথমে হোয়াটসঅ্যাপ সুরক্ষিত ছিল । কিন্তু এখন NSO হোয়াটসঅ্যাপ খুলে নেয় । ল্যান্ডফোন, মোবাইল সুরক্ষিত নয় । গোয়েন্দাগিরি চলছে ।"

মমতা বলেন, "সবসময় তো অফিসে থাকে না কেউ । ধরুন সরকারের তরফে পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হচ্ছে । সেটা তো যে কারও কাছে চলে যেতে পারে । সরকার কী করে কাজ করবে ? এটা অত্যন্ত গম্ভীর বিষয় । তাই আমি প্রধানমন্ত্রীকে বলব এই বিষয়ে নজর দিক । আর এটা ঠিক যে NSO কেন্দ্রীয় সরকারকে এই তথ্যগুলো দিচ্ছে । "

মমতা কী বললেন শুনুন

হোয়াটস্অ্যাপের চ্যাটিং-এ নজরদারি চালানোর জন্য পেগাসাস নামের একটি স্পাইওয়্যার ব্যবহার করা হয় । NSO-র তরফে জানানো হয়েছে এই স্পাইওয়্যারটির লাইসেন্স শুধুমাত্র বৈধ কিছু সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে । অথচ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে কিছু না কি তাদের জানা নেই । সাংবাদিকদের মমতা বলেন, "আমি জানি, রাজনৈতিক নেতা, মিডিয়া, আইনজীবী, বিচারপতি, পুলিশ অফিসার, সমাজকর্মী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে নজর রাখার জন্য কেন্দ্র NSO ব্যবহার করছে ।"

Last Updated : Nov 2, 2019, 11:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details