কলকাতা, 8 মে : গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানের যখন তিনি বিধানসভায় এসেছিলেন, সেই সময় থেকেই জল্পনা শুরু হয়েছিল ৷ বিজেপির বিধায়কদের বৈঠকেও যোগ দেননি গতকাল ৷ সংবাদমাধ্যমের সামনেও কার্যত চুপ ছিলেন ৷ তবে এবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন মুকুল রায় ৷ জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই থাকছেন ৷
বিজেপির বিধায়কদলের বৈঠকে মুকুল রায়ের অনুপস্থিতি এবং সেই বিষয়ে দিলীপ ঘোষের থেকে সদুত্তর না মেলা... সব মিলিয়েই জল্পনা জোরদার হতে শুরু করেছিল ৷ গুঞ্জন শুরু হয়েছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে ৷ এবার সেই নিয়ে নিজেই টুইট করলেন মুকুল রায় ৷ স্পষ্ট করে দিলেন, তিনি বিজেপির একনিষ্ঠ সৈনিক ৷