কলকাতা, 8 জানুয়ারি:শীতের রবিবারে শহর কলকাতায় (Kolkata) বসল গণবিবাহের আসর ৷ মুসলিম সম্প্রদায়ের গরিব পরিবারের সন্তানদের জন্য এই গণবিবাহের (Muslim Mass Marriage) আয়েজন করা হয়েছিল ৷ এদিন কলকাতার 39 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ আয়োজনের নেপথ্যে ছিল এলাকারই একটি সংগঠন ৷ তাদের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর মহম্মজ জসিমউদ্দিনও ৷ অনুষ্ঠানে অন্য অনেকের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন শান্তনু সেন, সানা আহমেদরাও ৷
উদ্যোক্তাদের তরফে হামিদা জালাল ইচিভি ভারতের প্রতিনিধিকে জানালেন, গত প্রায় একমাস ধরে তাঁরা এই অনুষ্ঠানের জন্য ব্যবস্থাপনা শুরু করেছেন ৷ বর্তমানে মানুষের আয়ের তুলনায় ব্যয় বেড়েছে ! ফলে গরিব পরিবারগুলির পক্ষে বাড়ির প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্য বিয়ের আয়োজন করা অনেক ক্ষেত্রেই কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ৷ এই ধরনের পরিবারগুলির পাশে দাঁড়াতেই গণবিবাহের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সংশ্লিষ্ট সংগঠনের পরিকল্পনা জানার পর সহযোগিতা করেন এলাকার কাউন্সিলর ৷ পাশাপাশি, স্থানীয় বাসিন্দারাও নিজেদের মতো করে সাহায্য করতে এগিয়ে আসেন ৷ তাঁদের সকলের মিলিত উদ্যোগে এদিন মোট 26 জোড়া পাত্রপাত্রী সামাজিকভাবে বিবাববন্ধনে আবদ্ধ হন ৷