পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mysterious death of Actress Pallavi Dey : পল্লবীর বন্ধু সাগ্নিক ও অন্য এক বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ - Murder charges against Pallavis male friend Sagnik and another girlfriend

পল্লবীকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ৷ এই মর্মে সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন মৃত অভিনেত্রীর পরিবারের সদস্যরা (Murder charges against Pallavis male friend Sagnik)।

Mysterious death of Actress Pallavi Dey
পল্লবীকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে, দাবি পরিবারের

By

Published : May 16, 2022, 6:55 PM IST

কলকাতা, 16 মে : 15 লক্ষ টাকা-সহ অন্যান্য টাকা আত্মসাৎ করতে অভিনেত্রী পল্লবী দে-কে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে । এই মর্মে স্থানীয় গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন মৃত অভিনেত্রীর পরিবারের সদস্যরা (Murder charges against Pallavis male friend Sagnik)। ইতিমধ্যেই পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে । আজ বেলা বারোটা নাগাদ অভিনেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে এক আইনজীবী গড়ফা থানায় আসেন । সেখানে গড়ফা থানার অফিসার ইনচার্জ-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বার্তার পর অবশেষে জানা যায় তাঁর পরিবারের তরফ থেকে একটি খুনের মামলা রুজু করা হয়েছে ।

জানা গিয়েছে, মৃত অভিনেত্রী পল্লবী দে-র লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী এবং তার বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে পল্লবীর পরিবারের সদস্যরা । তাঁদের অভিযোগ, মূলত পল্লবীর উপার্জিত লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা এবং অভিজাত গাড়ি পরিকল্পনামাফিক হাতিয়ে নেওয়ার জন্যই তাঁর মেয়েকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ।

আরও পড়ুন :Mysterious death of Actress Pallavi Dey : অভিনেত্রী পল্লবীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

আরও জানা গিয়েছে, পল্লবী এবং সাগ্নিকের নামে ফিক্স ডিপোজিটের পরিমাণ ছিল 15 লক্ষ টাকা । এমনকী নিউটাউনে 80 লক্ষ টাকার ফ্ল্যাটের পাশাপাশি একটি দামি অডি গাড়িও কেনা হয় । পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে এই সমস্ত কিছু ব্য়াঙ্ক ব্যালেন্সের নেপথ্যে রোজগার একমাত্র ছিল অভিনেত্রী পল্লবীর । এমনকী অভিজাত অডি গাড়ি কেনার সময় তাঁর 90% টাকা দিয়েছিলেন পল্লবী । ইতিমধ্যেই সেই গাড়ির কেনার কাগজপত্র-সহ ব্য়াঙ্কের সমস্ত নথিপত্র তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে ৷

অপরদিকে, অভিযুক্ত সাগ্নিকের সঙ্গে কথা বলে এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা যেটা অনুধাবন করতে পেরেছেন যে, গোটা ঘটনার পর পল্লবী মানসিক অবসাদে ভুগছিলেন তা বোঝাতে চাইছে সাগ্নিক । সাগ্নিকের দাবি, ইদানিং পল্লবী সিরিয়ালে আর সেইভাবে কাজ পাচ্ছিল না ৷ ফলে তাঁর এই অভিজাত লাইফস্টাইল ধরে রাখতে অসুবিধা হচ্ছিল । যদিও এই বিষয়ে পল্লবীর পরিবারের সঙ্গে দফায় দফায় কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা । সাগ্নিকের সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছেন পল্লবীর পরিবারের সদস্যরা ।

ABOUT THE AUTHOR

...view details