পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লন্ডভন্ড ঘর, বিছানায় পড়ে বৃদ্ধার গলা কাটা দেহ - বিছানায় পড়ে বৃদ্ধার দেহ

গড়িয়াহাট থানা এলাকায় উদ্ধার হল বৃদ্ধার গলা কাটা দেহ। পুলিশের সন্দেহ, খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে।

dead body
বৃদ্ধার দেহ

By

Published : Dec 12, 2019, 3:09 PM IST

Updated : Dec 12, 2019, 5:54 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : ঘর থেকে উদ্ধার বৃদ্ধার গলা কাটা দেহ । নাম উর্মিলা কুমারী (60) । গড়িয়াহাটের গড়চা এলাকার ঘটনা । ওই বৃদ্ধার পেটও কাটা ছিল বলে জানিয়েছেন প্রতিবেশী । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে তাঁকে । কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা ইতিমধ্যেই ঘটনাস্থান পরিদর্শন করেছেন । রয়েছে ফরেনসিক টিমও ।

উর্মিলা কুমারী সাধারণত পঞ্জাবে বছরের বেশিরভাগ সময় থাকতেন । দু'মাস হল তিনি গড়চার এই বাড়িতে ছিলেন । বাড়িতে আগে থেকেই তাঁর ছোটো ছেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন । বড় ছেলেরও বাড়ি গড়চা এলাকাতেই । তবে, তিনি মারা গেছেন । তাঁর সন্তানরা রয়েছেন । বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে দু' দিনের জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে শিলিগুড়ি গেছেন ছোটো ছেলে । তাই গতকাল থেকে বাড়িতে একাই ছিলেন উর্মিলা । যদিও এক প্রতিবেশী জানান, গত রাত 10 টা নাগাদ বড় ছেলের সন্তানরা এসে ওই বৃদ্ধাকে খাবার দিয়ে যান । তখন তাঁদের কথাও হয় ওই প্রতিবেশীর সঙ্গে ।

আজ ভোরে ওই প্রতিবেশী লক্ষ্য করেন, উর্মিলার ঘরের আলো জ্বলছে । তখনও কিছু বুঝতে পারেননি তিনি । দুপুর নাগাদ কাজের লোক এসে ওই প্রতিবেশীকে ডেকে নিয়ে যান উর্মিলার ঘরে । তিনি গিয়ে দেখেন, খাটের উপর পড়ে রয়েছেন উর্মিলা । তাঁর পেট ও গলা কাটা । ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড। খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায় । পুলিশ ঘটনাস্থানে যায় । পরে ঘটনাস্থানে পৌঁছান কলকাতা গোয়েন্দা বিভাগের প্রধান মুরলীধর শর্মা । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ কুকুর ও ফরেন্সিক টিমও ।

গোয়েন্দা প্রধান জানান, প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে উর্মিলা কুমারীকে । তাঁর ছোটো ছেলে ও বড় ছেলের বাড়িতে খবর পাঠানো হয়েছে । তারা আসছে । কী কারণে খুন করা হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না । তবে, পুরো ঘর লন্ডভন্ড । তাই অনুমান করা হচ্ছে লুঠের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটেছে । কোনও জিনিস খোয়া গেছে কি না তা উর্মিলা কুমারীর ছোটো ছেলে এলেই জানা যাবে বলে জানিয়েছেন মুরলীধর শর্মা ।

Last Updated : Dec 12, 2019, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details