কলকাতা, 12 ডিসেম্বর : ঘর থেকে উদ্ধার বৃদ্ধার গলা কাটা দেহ । নাম উর্মিলা কুমারী (60) । গড়িয়াহাটের গড়চা এলাকার ঘটনা । ওই বৃদ্ধার পেটও কাটা ছিল বলে জানিয়েছেন প্রতিবেশী । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে তাঁকে । কলকাতার গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা ইতিমধ্যেই ঘটনাস্থান পরিদর্শন করেছেন । রয়েছে ফরেনসিক টিমও ।
উর্মিলা কুমারী সাধারণত পঞ্জাবে বছরের বেশিরভাগ সময় থাকতেন । দু'মাস হল তিনি গড়চার এই বাড়িতে ছিলেন । বাড়িতে আগে থেকেই তাঁর ছোটো ছেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন । বড় ছেলেরও বাড়ি গড়চা এলাকাতেই । তবে, তিনি মারা গেছেন । তাঁর সন্তানরা রয়েছেন । বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে দু' দিনের জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে শিলিগুড়ি গেছেন ছোটো ছেলে । তাই গতকাল থেকে বাড়িতে একাই ছিলেন উর্মিলা । যদিও এক প্রতিবেশী জানান, গত রাত 10 টা নাগাদ বড় ছেলের সন্তানরা এসে ওই বৃদ্ধাকে খাবার দিয়ে যান । তখন তাঁদের কথাও হয় ওই প্রতিবেশীর সঙ্গে ।