পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Independence Day 2023: বিপ্লবের আঁতুড়ঘর মুরারীপুকুর বোমা কারখানা নিশ্চিহ্ন, জন্মদিনে অরবিন্দ শুধুই ফলকে - অরবিন্দ ঘোষের জন্মদিন

Aurobindo Ghose Birthday 2023: বিপ্লবের আঁতুড়ঘর মুরারীপুকুর বোমা কারখানা ও বাগানবড়ি আজ নিশ্চিহ্ন ৷ অরবিন্দ ঘোষের জন্মদিনে তাঁর স্মৃতি বলতে রয়েছে শুধু নামাঙ্কিত ফলক ৷

Independence Day 2023
জন্মদিনে অরবিন্দ শুধুই ফলকে

By

Published : Aug 14, 2023, 8:08 PM IST

জন্মদিনে অরবিন্দ শুধুই ফলকে

কলকাতা, 14 অগস্ট: 15 অগস্ট স্বাধীনতা দিবসের পাশাপাশি উদযাপিত হয় দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কাণ্ডারী ঋষি অরবিন্দ ঘোষের জন্মদিন ৷ এই অরবিন্দ ঘোষ ও অন্যান্য বিপ্লবীরা ব্রিটিশদের তাড়াতে সংগ্রামের নীল নকশা সাজাতেন মানিকতলার মুরারীপুকুর থেকে ৷ আলিপুর বোমা মামলার কথা উঠলেই অপরিহার্য ভাবে উঠে আসে মুরারিপুকুর বোমা কারখানার নাম । এই গোটা তাল্লাট ছিল বিপ্লবীদের আঁতুড়ঘর । এখান থেকেই ইংরেজ বাহিনীকে নাস্তানাবুদ করার ছক সাজাতেন ক্ষুদিরাম বসু থেকে শুরু করে অরবিন্দ ঘোষ, উল্লাসকর দত্ত, নলিনী গুপ্ত-সহ একাধিক বিপ্লবী ৷ তাঁদের মধ্যেই একদল মুরারিপুকুরের বাগানবাড়িতে বোমা তৈরি করতেন । প্রশিক্ষণ দিতেন । স্বাধীনতার 76 বছর পূর্তিতে সেই বিপ্লবের আঁতুড়ঘরের অস্তিত্ব আজ বিলীন ।

অরবিন্দ ঘোষের গ্রেফতারস্থল সেই বাড়ি আজ পরিণত বহুতলে । সামনে শুধু একটি ফলক । একই ভাবে অরবিন্দ ঘোষ, বারীন ঘোষদের বাগান বাড়ির বিন্দুমাত্র অস্তিত্ব নেই । আছে শুধু বোমার মাঠ নামে পরিচিত একটি এলাকা ও বারীন ঘোষ, উল্লাসকর দত্তের নামে রাস্তা ৷ বোমার মাঠের বিপ্লবীদের স্মৃতি রক্ষা করতে স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তী ও শ্রীঅরবিন্দ পাঠ মন্দিরের তরফে মাঠের একাংশ রেলিং দিয়ে ঘিরে চিলড্রেনস পার্ক করা হয়েছে । যার গেটের সামনে একটি ফলক দেওয়া । পাশাপশি অরবিন্দ ঘাটের কাছে অরবিন্দ ঘোষের মূর্তি ও 14 জন বিপ্লবীর নামাঙ্কিত ফলক লাগানো হয়েছে ।

আরও পড়ুন:শান্তিনিকেতনে বসে সাক্ষাতে-চিঠিতে নেতাজি-গান্ধিজির মনান্তর দূর করতে উদ্যোগী ছিলেন কবিগুরু

এই প্রসঙ্গে শ্রীঅরবিন্দ পাঠ মন্দিরের সম্পাদক শঙ্কর দত্ত বলেন, "আলিপুর বোমা মামলায় পুলিশ 14 জন বিপ্লবীকে এই জায়গা থেকে গ্রেফতার করেছেন । একই সময়ে গ্রে স্ট্রিটের কাছে একটি বাড়ি থেকে অরবিন্দ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল । নলিনীকান্ত গুপ্তর লেখা থেকে জানতে পারি, অনুশীলন সমিতি, বোমা বাঁধার কাজ এ সব করার কাণ্ডারী ছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারীন ঘোষ । যুগান্তর কাগজ অনুপ্রেরণা জোগায় । বাগান বাড়ি বা বাড়ি কোনওটারই তখনকার দিনে নির্দিষ্ট বাউন্ডারি ছিল না । তাই আর সে সবের চিহ্ন নেই । ওই অল্প বয়সের 14 জন বিপ্লবীর স্মৃতিতে তাই ফলক করা হয়েছে ।"

কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন, "সেই সময় যা হয়েছিল আজ তার চিহ্ন নেই । সময়ের সঙ্গে সঙ্গে বহুতল উঠেছে । দোকানপাট হয়েছে । তবে এতবড় ঘটনা যাঁদের জন্য, আজ স্বাধীনতার স্বাদ পেয়ে তাঁদের তো ভুলে গেলে চলবে না । তাই স্মৃতিফলক থেকে রাস্তার নামকরণ, পার্কের নামকরণ থেকে মূর্তি - এ সবের মধ্যে দিয়েই তাঁদের মনে রেখেছি ।"

ABOUT THE AUTHOR

...view details