কলকাতা, 12 ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি । যার জেরে এবার পথে নামলেন পৌর স্বাস্থ্যকর্মীরা । চাকরি এবং বেতন সংক্রান্ত বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে পৌর স্বাস্থ্যকর্মীরা আন্দোলন করছেন । শুক্রবার তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে স্মারকলিপি প্রদান করার পাশাপাশি মিছিলও করেন । দাবি পূরণ না হলে "দুয়ারে সরকার" প্রকল্প বয়কটের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা ।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁরা চরম বঞ্চনার শিকার হয়ে চলেছেন । মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন । তবে ওই প্রতিশ্রুতি রক্ষা করেননি । এই সংগঠনের রাজ্য সভানেত্রী সুচেতা কুণ্ডু বলেন, "পৌর স্বাস্থ্যকর্মীদের অবসরের বয়সসীমা 65 বছর করা হবে । 2018 সালের 21 অগাস্ট কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন ।" ইতিমধ্যেই গ্রামীণ আশা ও আইসিডিএস কর্মীদের অবসরের বয়সসীমা 65 বছর করা হয়েছে । অবসরকালীন ভাতা, গ্রাচুয়িটির তিন লাখ টাকা ঘোষিত হয়েছে । এক হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে । গত অক্টোবর মাস থেকে সেই নির্দেশনামা চালু হয়ে গিয়েছে । অথচ পৌর স্বাস্থ্যকর্মীরা কোরোনার সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্তভাবে কাজ করে চলেছেন । বর্তমানে চলছে "দুয়ারে সরকার" প্রকল্পের কাজ । তাদের অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা কোরোনায় আক্রান্ত হলেও সরকার ঘোষিত অনুদান এখনও পর্যন্ত পাননি । সামনেই বিধানসভা নির্বাচন । এবং পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করার বিষয়টি হাইকোর্টে বিচারাধীন আছে । নির্বাচনের সময় এই স্বাস্থ্যকর্মীদেরকেই প্রয়োজন হয় সরকারের ।