কলকাতা, 9 জানুয়ারি : রাজ্যে ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের পরিসংখ্যান । তার মধ্যেই বিধাননগর পুরসভার ভোট (Election Campaign at Bidhannagar) । রবিবার বিধাননগরের দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত এবং কৃষ্ণা চক্রবর্তী প্রচার সারলেন । কমিশনের নির্দেশ মতো কোভিডবিধি মেনে সকাল থেকে দুপুর পর্যন্ত চারজন সহকর্মীকে নিয়ে নিজের ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরলেন সব্যসাচী দত্ত । কখনও একটি জোড়া ফুলের পতাকা তো কখনও আবার একটি দলীয় প্রতীক নিয়ে আবাসন বা বাড়ির দরজায় দাঁড়ালেন ।
বিধাননগর পৌরনিগমে দীর্ঘদিন মেয়রের দায়িত্ব সামলেছেন । তার আগে দীর্ঘসময় সামলেছেন চেয়ারম্যান এবং কাউন্সিলরের দায়িত্ব ৷ তাই এই অবস্থাতে নতুন করে ভোট চাইবার কিছু নেই, কারণ সব্যসাচী দত্ত পরিচিত মুখ । তাই শুধুই জনসংযোগের জন্যই রবিবার পথে নামলেন বিধাননগরের প্রাক্তন মেয়র ৷