পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে ফিরল দুই পর্বতারোহীর কফিনবন্দী দেহ - mountaineer death

কুন্তল কাঁড়ার এবং বিপ্লব বৈদ্যের কফিনবন্দী দেহ ফিরল রাজ্যে । রাতেই সম্পন্ন হয় শেষকৃত্য ।

বিপ্লব বৈদ্য

By

Published : May 26, 2019, 7:47 AM IST

দমদম, ২৬ মে: কফিনবন্দী হয়ে ফিরল কাঞ্চনজঙ্ঘা জয়ী দুই বাঙালি কুন্তল কাঁড়ার এবং বিপ্লব বৈদ্যর মৃতদেহ । শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। গতরাতেই তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদিকে আগামী মঙ্গলবার পর্বতারোহী দীপঙ্কর ঘোষের মৃতদেহ কলকাতায় আনা হবে।

বিপ্লব বৈদ্যর পরিবারের সদস্যদের আক্ষেপ, শরীরে অক্সিজেন কমে যাওয়া এবং অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে কোনও রিপোর্ট আসেনি। সামিট দলের অন্য সদস্যদের আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল মনে করেন বিপ্লব বৈদ্যর আত্মীয়রা।

গতকাল সন্ধ্যায় কুন্তল কাঁড়ার এবং বিপ্লব বৈদ্যের মৃতদেহ নিয়ে আসা হয়। বিমানবন্দরে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ও তাঁদের পরিবারের সদস্যরা ।

লক্ষ্মীরতন শুক্লা বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। ভগবান করুক এই ঘটনা কারও সাথে না ঘটুক। দুজন পর্বতারোহীর দেহ ফিরেছে। দুজনেই আমাদের খুব প্রিয় ছিলেন। মঙ্গলবার দীপঙ্কর ঘোষের দেহ ফিরবে। মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সারা বাংলার মানুষ তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছে"।

ABOUT THE AUTHOR

...view details