পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: জাতীয় সঙ্গীতের অবমাননা করেননি মমতা, নির্দেশ মুম্বইয়ের আদালতের - জাতীয় সঙ্গীত অবমাননার মামলা

Mumbai Court Orders on the National Anthem Disrespect Case: মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ সেই নিয়ে মামলা দায়ের করেন এক বিজেপি নেতা ৷ মঙ্গলবার আদালত জানিয়েছে, জাতীয় সঙ্গীতের অবমাননা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 1:12 PM IST

Updated : Oct 31, 2023, 1:36 PM IST

মুম্বই, 31 অক্টোবর: জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় স্বস্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে এই নিয়ে যে মামলা দায়ের হয়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দিয়েছে মহারাষ্ট্রের একটি দায়েরা আদালত ৷ এই নিয়ে রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেননি ৷

উল্লেখ্য, 2021 সালের একেবারে শেষের দিকে মুম্বই সফর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ডিসেম্বরের প্রথম দিন তিনি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশবন্তরাও চহ্বন ফাউন্ডেশনে ৷ ওই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বলিউডের কলাকুশলীরা ৷ সেই অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে ৷ তখনই অভিযোগ ওঠে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন ৷

এই নিয়ে মুম্বইয়ে বিজেপির এক সম্পাদক বিবেকানন্দ গুপ্তা অভিযোগ দায়ের করেন ৷ মামলা পৌঁছয় আদালতে ৷ আদালত মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির হওয়ার সমন জারি করে ৷ সেই সমনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন মমতা ৷ আদালত তাঁর আরজি খারিজ করে দেয় ৷ বদলে জানিয়ে দেয় যে নিম্ন আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া যেভাবে চলছে, সেইভাবেই চলবে ৷

এর পর মুম্বইয়ের শিভড়ি দায়রা আদালত চলতি বছরের 18 এপ্রিল এই মামলা পুলিশকে তদন্ত করে দেখতে বলে ৷ সেই তদন্ত শেষ হলে পুলিশ আদালতে রিপোর্ট জমা দেয় ৷ তার পর সবদিক খতিয়ে দেখে মঙ্গলবার এই মামলার রায় দিয়েছে মুম্বইয়ের ওই নিম্ন আদালত ৷ সেখানে আদালত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে হওয়া ওই অভিযোগ খারিজ করে দিয়েছে ৷ জানিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেননি ৷

প্রসঙ্গত, এই অভিযোগ ওঠার পর বঙ্গ বিজেপি-সহ বিরোধী দলের অনেত নেতা-নেত্রীই মমতাকে কটাক্ষ করেছিলেন ৷ সেই সময় পালটা জবাবও দিয়েছিল তৃণমূল ৷ কিন্তু এখন মমতা নির্দোষ প্রমাণিত হওয়ায় বাংলার শাসক ও বিরোধী পক্ষ এই নিয়ে কী বলে, সেটাই দেখার !

আরও পড়ুন:মমতার বিরুদ্ধে মামলা, দোষ প্রমাণে হতে পারে সর্বোচ্চ 3 বছরের কারাবাস !

Last Updated : Oct 31, 2023, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details