কলকাতা, 20 সেপ্টেম্বর:বিমান টেক-অফের পরই বিপত্তি ৷ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার পরই দেখা গেল, বিমানের জানলার কাঁচে ফাটল রয়েছে ৷ স্পাইসজেট বিমানের এই ঘটনায় বুধবার তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ তবে পাইলট ও কেবিন ক্রু-দের তৎপরতায় বিমানটিকে তৎক্ষণাৎ কলকাতায় ফিরিয়ে আনা হয় ৷
বিমানবন্দর সূত্র মারফত জানা গিয়েছে, স্পাইসজেটের বিমান এসজি 515 বুধবার সকাল 6.17-তে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করে ৷ বিমানে ছিলেন 176 জন যাত্রী ও 6 জন কেবিন ক্রু ৷ কলকাতার আকাশে থাকাকালীনই বিমানের জানলার কাঁচে ফাটল দেখতে পান কেবিন ক্রু ৷ সঙ্গে সঙ্গে এ বিষয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করা হয় । জানলার কাঁচে চিড় ধরার কথা জানতে পেরে পাইলট দ্রুততার সঙ্গে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিমানটি জরুরি অবতরণের অনুমতি চান তিনি । তাঁর আর্জি মেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি অবতরণের অনুমতি দেওয়ায় সকাল 7.45-এ বিমানটি কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ।