পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Cancel List হাওড়া ও শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল, সমস্যায় যাত্রীরা - Multiple Trains Cancel

বিলাসপুরে রেলের কাজের জন্য হাওড়া ও শিয়ালদা শাখায় বাতিল হল একাধিক ট্রেন। বিভিন্ন রুটে ট্রেন বাতিলের ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন যাত্রীরা (Passengers Facing Problems)। যে যে এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে তা দেখে নিন (Train Cancel List) ৷

Train Cancel List
ETV Bharat

By

Published : Aug 19, 2022, 10:54 PM IST

কলকাতা, 19 অগস্ট: বিলাসপুরের রায়গড়-ঝুরশুগুডায় চতুর্থ লাইন পাতার কাজ চলছে (Trains Cancel on Howrah and Sealdah Division Due to Work) ৷ ওই ডিভিশনে কাজ করার জন্য যাতে কোনও সমস্যা না হয় তাই একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Multiple Trains Cancel)। এক নজরে দেখে নিন সেই বাতিল হওয়া ট্রেনের (Train Cancel List) তালিকা:

  • হাওড়া-পুনে এক্সপ্রেস 21 অগস্ট থেকে 28 অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে ৷ পুনে-হাওড়া এক্সপ্রেস 21 অগস্ট থেকে 28 অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • হাওড়া-মুম্বই সিএসএমটি মেল 21 অগস্ট থেকে 28 অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে ৷ মুম্বই সিএসএমটি-হাওড়া মেল এই ট্রেনটি 21 অগস্ট থেকে 28 অগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।
  • হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস ওই একই তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছে। আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস 21 অগস্ট থেকে 28 অগস্ট পর্যন্ত বাতিল হয়েছে ৷
  • শালিমার এলটিটি এক্সপ্রেস ট্রেনটি 21 অগস্ট থেকে 28 অগস্ট পর্যন্ত বাতিল রাখা হয়েছে। এলটিটি শালিমার এক্সপ্রেসও 21 অগস্ট থেকে 28 অগস্ট পর্যন্ত বাতিল রয়েছে।
  • হাওড়া-মুম্বই সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস 22, 23, 24 এবং 26 অগস্ট বাতিল করা হয়েছে। মুম্বই সিএসএমটি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনটিও 23, 24 25 ও 28 অগস্ট বাতিল করা হয়েছে।
  • হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস 20, 25 এবং 27 অগস্ট বাতিল, পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস এই ট্রেনটি 22, 27 এবং 29 অগস্ট বাতিল করা হয়েছে।
  • সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস 20 এবং 27 অগস্ট বাতিল করা হয়েছে। পুনে-সাঁতরাগাছি এক্সপ্রেস 22 এবং 29 অগস্ট বাতিল করা হয়েছে।
  • শালিমার-পোরবন্দর এক্সপ্রেস 26 এবং 27 অগস্ট বাতিল করা হয়েছে। শালিমার ওখরা এক্সপ্রেস 23 এবং 30 অগস্ট বাতিল করা হয়েছে।
  • এলটিটি শালিমার এক্সপ্রেস 24 এবং 25 অগস্ট বাতিল করা হয়েছে। শালিমার এলটিটি এক্সপ্রেস 26 ও 27 অগস্ট বাতিল রাখা হয়েছে।
  • সাঁতরাগাছি হুজুর সাহেব এক্সপ্রেস 24 ও 31 অগস্ট বাতিল করা হয়েছে।
  • হাওড়া-শাহিনগর সিডিডি এক্সপ্রেস 25 অগস্ট বাতিল করা হয়েছে। শাহিনগর সিডিডি-হাওড়া এক্সপ্রেস 27 আগস্ট বাতিল করা হয়েছে।
  • হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস 26 অগস্ট বাতিল করা হয়েছে। মুম্বই সিএসএমটি-হাওড়া এক্সপ্রেস 28 অগস্ট বাতিল করা হয়েছে।
  • শালিমার-উদয়পুর এক্সপ্রেস 28 অগস্ট বাতিল করা হয়েছে। উদয়পুর-শালিমার এক্সপ্রেস 27 অগস্ট বাতিল রাখা হয়েছে।
  • রানি কমলাপতি সাঁতরাগাছি এক্সপ্রেস 24 অগস্ট বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি রানি কমলাপতি এক্সপ্রেস 25 অগস্ট বাতিল করা হয়েছে।
  • পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস 26 অগস্ট বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস 28 অগস্ট বাতিল করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details