কলকাতা, 4 জানুয়ারি:বছরের শুরুতেই নাগরিকদের জন্য বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ এবার থেকে এমআরআই, সিটি স্ক্যানের মতো ব্যয়সাপেক্ষ পরীক্ষা নাগরিকরা করতে পারবেন পৌর স্বাস্থ্যকেন্দ্রে ৷ পৌরনিগমের নতুন পরিষেবা নাগরিকদের কাছে নতুন বছরের উপহার বলা চলে।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে চলেছে কলকাতা কর্পোরেশনের নতুন রোগ নির্ণয় ও পরীক্ষা কেন্দ্র। এই কেন্দ্রটি হবে 9 নম্বর বরোর 77 নম্বর ওয়ার্ডের 17/1 মহেশতলা লেনে । একটি বেসরকারি রোগ নির্ণয় ও পরীক্ষা কেন্দ্রের সঙ্গে গাঁটছড়া বেঁধে নাগরিকদের এই নতুন পরিষেবা দিতে চলেছে কলকাতা পৌরনিগম । আপাতত এমআরআই, সিটি স্ক্যানের সুবিধা পাওয়া গেলও, ধাপে ধাপে চালু হবে এক্স-রে, ইউএসজি'র মত আরও বেশ কিছু পরীক্ষা । কর্পোরেট সোশাল রেসপন্সিবিলিটি বা সিএসআরের টাকাতেই এই নয়া পরিষেবা পাবেন কলকাতার নাগরিকরা ।
এই বিশেষ পরীক্ষাগুলি করতে গেলে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয় রোগীদের পরিবারকে । তবে 'স্বাস্থ্য সাথী' প্রকল্পে ধার্য পরিষেবা মূল্যের থেকেও কম টাকায় মিলবে এই সমস্ত পরীক্ষার সুবিধা। কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা, সরকারি-বেসরকারি যেকোনও জায়গায় চিকিৎসকরা লিখে দিলেই রোগীরা এই সুবিধা পাবেন । আপাতত কলকাতার নাগরিকরা এই সুবিধা পেলেও, আগামিদিনে কলকাতার পৌরনিগমের এলাকার বাইরের বাসিন্দারাও যাতে এই এই সুবিধা পান সেই ব্যবস্থাও করা হবে । এমনটাই জানানো হয়েছে কলকাতা পৌরনিগম সূত্রে ৷