পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজীব কুমার কোথায় বলতে পারেন একমাত্র মমতা : মুকুল

রাজীব কুমার ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুকুল রায়ের ৷ আজ BJP দপ্তরে তিনি বলেন, "রাজীব কুমার কোথায় আছে সেটা রাজ্যের স্বারাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন ।

মুকুল রায়

By

Published : Sep 16, 2019, 8:58 PM IST

Updated : Sep 16, 2019, 9:57 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : রাজীব কুমার ইশুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুকুল রায়ের ৷ আজ BJP দপ্তরে তিনি বলেন, "রাজীব কুমার কোথায় আছে সেটা রাজ্যের স্বারাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন । CBI-এর অর্ডারের কারণে রাজীব কুমার রাজ্য ছেড়ে যেতে পারবেন না । তা হলে রাজীব কুমার পশ্চিমবঙ্গের ভিতরেই আছেন । আইন-শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ৷ তার পরের দায়িত্ব অনুজ শর্মার । অতিরিক্ত আইন-শৃঙ্খলার দায়িত্বে আছেন জ্ঞানবন্ত সিং । তাই স্বাভাবিক ভাবে প্রশ্নটার জবাব তাঁরাই দেবেন ।"

দু'দিন কেটে গেলেও রাজীব কুমারকে ধরতে পারেনি CBI । তবে কি CBI-এর সঙ্গে লুকোচুরি খেলছেন রাজীব কুমার? উত্তরে মুকুলবাবু জানান, CBI-এর সঙ্গে রাজীব কুমার যেটা করছেন, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন ।"

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন রাজীব কুমার : মুকুল রায়

এদিকে, আগামীকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে । রাজ্যের উন্নয়ন সংক্রান্ত ইশু নিয়ে দু'জনের আলোচনা হতে পারে । এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, "সাংবিধানিক পরিকাঠামোয় একজন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন । এবার প্রধানমন্ত্রী তাঁকে সময় দেবেন কি না সেটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর বিষয় । পার্টির কোনও সম্পর্ক থাকতে পারে না ৷" তিনি আরও বলেন, "আগে তো উনি মোদিজির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন । এখন কেন দেখা করতে চাইছেন, উনিই বলতে পারবেন । আমি এ বিষয়ে মন্তব্যে রাজি নয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Last Updated : Sep 16, 2019, 9:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details