কলকাতা, 26 জুলাই : গত লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে BJP । এই জয়ের অন্যতম কারিগর মুকুল রায় । এমনটা মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের । এবার লক্ষ্য 2021 সালের বিধানসভা নির্বাচন । সেই ভোটে দলের সাফল্য কামনাই অমরনাথে পুজো দিলেন BJP নেতা মুকুল রায় । অমরনাথে পুজো দিয়ে তিনি বলেন, "আমি দলের সাধারণ কার্যকর্তাদের মঙ্গলকামনায় পুজো দিলাম । 2021 সালে বিধানসভা নির্বাচনে BJP ভালো ফল করুক । এই কামনা করেছি । গত লোকসভা ভোটে রাজ্যে 18টি আসন দখল করেছি । এই সাফল্যের জন্যও পুজো দিলাম ।"
একুশের বিধানসভায় BJP-র সাফল্য কামনায় অমরনাথে পুজো দিলেন মুকুল - মুকুল রায়
যদিও নিন্দুকরা মুকুলের পুজো দেওয়ার বিষয়টিকে অন্যভাবে দেখছেন । তাঁরা বলছেন, খানিকটা চাপে পড়েই ভগবানের শরনাপন্ন হয়েছেন মুকুল । কারণ, লোকসভা ভোটের পর কাঁচড়াপাড়া, হালিশহরসহ তৃণমূলের একাধিক গড়ে ভাঙন ধরাতে সক্ষম হয়েছিলেন তিনি । সেসব এলাকার তৃণমূলের টিকিটে জয়ী কাউন্সিলররা মুকুলের হাত ধরে BJP-তে নাম লিখিয়েছিলেন । কিন্তু, সেই কাউন্সিলদরের সবাইকে ধরে রাখতে পারেননি তিনি । কাউন্সিলররা ঘর ওয়াপসি করেছেন । এতে কিছুটা হলেও দলে ভাবমূর্তি নষ্ট হয়েছে মুকুলের ।
যদিও নিন্দুকরা মুকুলের পুজো দেওয়ার বিষয়টিকে অন্যভাবে দেখছেন । তাঁরা বলছেন, খানিকটা চাপে পড়েই ভগবানের শরনাপন্ন হয়েছেন মুকুল । কারণ, লোকসভা ভোটের পর কাঁচড়াপাড়া, হালিশহরসহ তৃণমূলের একাধিক গড়ে ভাঙন ধরাতে সক্ষম হয়েছিলেন তিনি । সেসব এলাকার তৃণমূলের টিকিটে জয়ী কাউন্সিলররা মুকুলের হাত ধরে BJP-তে নাম লিখিয়েছিলেন । কিন্তু, সেই কাউন্সিলদরের সবাইকে ধরে রাখতে পারেননি তিনি । কাউন্সিলররা ঘর ওয়াপসি করেছেন । এতে কিছুটা হলেও দলে ভাবমূর্তি নষ্ট হয়েছে মুকুলের । পাশাপাশি লোকসভায় ভালো ফল করলেও এখনও বড় পদ পাননি মুকুল । ফলে সবমিলিয়ে কিছুটা চাপেই রয়েছেন তিনি । সেই কারণেই ভগবানের শরনাপন্ন হয়েছেন ।
যদিও নিন্দুকদের বক্তব্যকে আমল দিতে নারাজ BJP । রাজ্য BJP-র নেতারা বলছেন, মুকুল রায়ের পুজো দেওয়া বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় । হিন্দু ধর্মের রীতি-রেওয়াজ মেনে দলের অনেক নেতাই পুজো দিয়ে থাকেন । যেমন খোদ নরেন্দ্র মোদি শেষ দফা ভোটের আগে কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে ধ্যানে বসে ছিলেন । সোমনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা করেছিলেন অমিত শাহ । একইভাবে অমরনাথে পুজো দিয়েছেন মুকুল ।