কলকাতা, 22 এপ্রিল: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে গত দু’বছরে কম জলঘোলা হয়নি বঙ্গ রাজনীতিতে ৷ সেই বিষয়টি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ তবে এবার আর তাঁর দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ নিয়ে টানাপোড়েন শুরু হয়নি ৷ বরং শারীরিক অবস্থা কারণে সংকটে পড়তে মুকুল রায়ের বিধায়ক পদ ৷ এবার এই সংকটের পেছনে রয়েছে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় ।
সম্প্রতি পরিবারকে কিছু না জানিয়ে দিল্লি চলে যান মুকুল রায় । এই অবস্থায় তাঁর ছেলে শুভ্রাংশু রায় অভিযোগ করেন যে তাঁর বাবা নিখোঁজ । তিনি মানসিকভাবে অসুস্থ । তাঁকে ভুল বুঝিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে । আর মানসিকভাবে মুকুল রায়ের এই অসুস্থতার অভিযোগই তাঁর বিধায়ক পদ খারিজের কারণ হতে পারে ৷ কারণ, বিধানসভার আইন বলে কোনও মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বিধায়ক পদে থাকতে পারেন না । এক্ষেত্রে মুকুল রায় যদি মানসিকভাবে অসুস্থ হন, তাহলে তাঁর বিধায়ক পদ খারিজ হতে পারে ৷
এই নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানসিকভাবে ভারসাম্যহীন কোনও ব্যক্তি বিধায়ক পদে থাকতে পারেন না । এখনও মুকুল রায়কে নিয়ে তাঁর কাছে কোনও অভিযোগ আসেনি । কেউ যদি এই নিয়ে অভিযোগ করেন তিনি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন ।
বিধানসভা সূত্রে খবর, এই ক্ষেত্রে অধ্যক্ষ চাইলে এই অভিযোগ খতিয়ে দেখতে বিষয়টিকে মেডিক্যাল বোর্ডের কাছে পাঠাতে পারেন । মেডিক্যাল বোর্ড যদি মুকুল রায়ের বিরুদ্ধে মস্তিষ্ক বিকৃতি বা তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, এমন রিপোর্ট দেয় সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ করতে পারেন অধ্যক্ষ ।